বৃহস্পতিবার, ৯ আগস্ট, ২০১৮ ০০:০০ টা

বিসিএস পরীক্ষায় রেকর্ড উপস্থিতি

নিজস্ব প্রতিবেদক

৩৮তম বিসিএসের লিখিত পরীক্ষা গতকাল শুরু হয়েছে। পরীক্ষায় রেকর্ডসংখ্যক উপস্থিতি লক্ষ্য করা গেছে। প্রথম দিনের পরীক্ষায় অসদুপায় অবলম্বনের দায়ে এক চাকরি প্রার্থীকে বহিষ্কার করা হয়েছে। আগামী ১৩ আগস্ট পর্যন্ত আবশ্যিক পরীক্ষা চলবে। সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে ঐচ্ছিক বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হবে। এই বিসিএসের লিখিত পরীক্ষায়ও রেকর্ড পরিমাণ পরীক্ষার্থী অংশ নিয়েছেন বলে জানিয়েছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি)। গতকাল ইংরেজি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। পিএসসি চেয়ারম্যান ড. মোহাম্মদ সাদিক গতকাল জানান, এবার প্রায় ৯০ শতাংশ পরীক্ষার্থী অংশ নিয়েছেন। এর আগে এত উপস্থিতি লক্ষ্য করা যায়নি। সরকারি চাকরির জন্য তরুণদের যে দিন দিন আগ্রহ বাড়ছে, এই সংখ্যা সেটি প্রমাণ করে। গত ২৮ ফেব্রুয়ারি ৩৮তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষার ফল প্রকাশ করে পিএসসি। এতে ১৬ হাজার ২৮৬ জন উত্তীর্ণ হন। এই চাকরি প্রার্থীরাই লিখিত পরীক্ষায় অংশ নিচ্ছেন।

সর্বশেষ খবর