বৃহস্পতিবার, ৯ আগস্ট, ২০১৮ ০০:০০ টা

২২ হাজার চালকের বিরুদ্ধে মামলা

নিজস্ব প্রতিবেদক

নিরাপদ সড়কের দাবিতে শিক্ষার্থীদের টানা ৯ দিনের আন্দোলন শেষে রাস্তায় শৃঙ্খলা ফেরাতে ট্রাফিক সপ্তাহ (৫-১১ আগস্ট) ঘোষণা করে বাংলাদেশ পুলিশ। এরপর রাজধানী ঢাকাসহ একযোগে সারা দেশে ট্রাফিক পুলিশ ফিটনেসবিহীন যানবাহন ও লাইসেন্সবিহীন চালকদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে শুরু করে। এক্ষেত্রে কোনো তদবিরই শুনছেন না ট্রাফিক পুলিশরা। গত চার দিনে সারা দেশে ২২ হাজার ৩৯৮ জন চালকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। গতকালও সারা দেশে ১৮ হাজার ৩২২টি যানবাহন ও ৭ হাজার ৯ জন চালকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। আটক করা হয়েছে ৫০০টি গাড়ি। জরিমানা আদায় করা হয়েছে ৬০ লাখ ৫ হাজার ৫৫৩ টাকা। এর ফলে রাজধানী ঢাকাসহ সারা দেশে গণপরিবহন সংকট দেখা দিয়েছে। ভোগান্তিতে পড়ছে সাধারণ মানুষ। জানা গেছে, নিরাপদ সড়ক আন্দোলনে বেশ কিছু গাড়ি ক্ষতিগ্রস্ত হওয়া এবং ট্রাফিক সপ্তাহ চলায় মামলা, আটক, জরিমানা ও সাজার ভয়ে অনেক গণপরিবহন মালিক তাদের বাস-মিনিবাস রাস্তায় নামাচ্ছেন না। ফলে জনমনে স্বস্তি ফিরলেও দুর্ভোগ থেকে মুক্তি মেলেনি। পুলিশ সদর দফতরের এআইজি (মিডিয়া) মো. সোহেল রানা জানান, ৫ আগস্ট থেকে চলা ট্রাফিক সপ্তাহের গতকাল ছিল চতুর্থ দিন। সড়কে শৃঙ্খলা ফেরাতে আমরা বদ্ধপরিকর। সড়কে কোনো ধরনের অনিয়ম মেনে নেওয়া হচ্ছে না। ট্রাফিক সপ্তাহের শুরু থেকেই ফিটনেসবিহীন ও কাগজ না থাকা গাড়িগুলোর বিরুদ্ধে ব্যবসস্থা নেওয়া হচ্ছে। এ অভিযান আগামী ১১ আগস্ট পর্যন্ত চলবে। তিনি আরও বলেন, গতকাল পর্যন্ত দেশের ৬টি মেট্রোপলিটন এলাকা, ৮টি রেঞ্জ এবং হাইওয়ে রেঞ্জে মোট ৭৬ হাজার ৮৭১টি যানবাহন এবং ২২ হাজার ৩৯৮ জন চালকের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এ সময় বিভিন্ন অনিয়মের কারণে যানবাহন থেকে ২ কোটি ৫১ লাখ ৯৫ হাজার ৬৪৮ টাকা জরিমানা আদায় করা হয়েছে। আটক করা হয়েছে ২ হাজার ৩৭০টি যানবাহন।

সর্বশেষ খবর