বৃহস্পতিবার, ৯ আগস্ট, ২০১৮ ০০:০০ টা

আজ জাতীয় জ্বালানি নিরাপত্তা দিবস

নিজস্ব প্রতিবেদক

জাতীয় জ্বালানি নিরাপত্তা দিবস আজ। সরকারিভাবে সারা দেশে দিবসটি পালন করা হবে। এ উপলক্ষে নানা কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। দিবসটি উপলক্ষে রাষ্ট্রতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা আলাদা আলাদা বাণী দিয়েছেন। এ উপলক্ষে গতকাল জ্বালানি মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে এক সংবাদ সম্মেলনে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ জানান, প্রতি বছরের মতো দিবসটি যথাযোগ্য মর্যাদায় উদযাপনের লক্ষ্যে এ বছরও বিভিন্ন কার্যক্রম গ্রহণ করা হয়েছে। বিভিন্ন কর্মসূচির মধ্যে আজ শাহবাগ ও ফার্মগেটের এলইডি স্ক্রিনে জ্বালানি খাতে সরকারের সাফল্য নিয়ে নির্মিত তথ্যচিত্র ২০ সেকেন্ড করে দিনে ১৮০ বার প্রচার করা হবে। এছাড়া জ্বালানি ব্যবহারে সাশ্রয়ী হতে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে মোবাইল ফোনে এসএমএস দেওয়া হবে।

এর বাইরে জ্বালানি সেক্টরের উন্নয়নে গৃহীত কার্যক্রম ও ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে দুপুর সাড়ে ১২টায় পেট্রোবাংলার ড. হাবিবুর রহমান অডিটোরিয়ামে সেমিনার ও আলোচনা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এছাড়াও আজ নির্ধারিত কয়েকটি সড়কদ্বীপ (সার্ক ফোয়ারা, কদম ফোয়ারা) সজ্জিত করা হবে।

সর্বশেষ খবর