শনিবার, ১৮ আগস্ট, ২০১৮ ০০:০০ টা

আটক শিক্ষার্থীদের মুক্তি দাবি পীর চরমোনাইর

নিজস্ব প্রতিবেদক

ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম পীর চরমোনাই বলেছেন, নিরাপদ সড়ক দাবিতে আন্দোলনকারী কোমলমতি শিক্ষার্থীদের নিঃশর্ত মুক্তি দিতে হবে।

গতকাল এক বিবৃতিতে পীর চরমোনাই আরও বলেন, কোমলমতি শিশুরা যখন রাস্তায় নেমে এসেছে, তখন তাদেরকে লাঠিপেটা করে রক্তাক্ত করায় সচেতন মানুষ সরকার থেকে মুখ ফিরিয়ে নিয়েছে। দেশে কোনো নিয়মশৃঙ্খলা নেই, চেইন অব কমান্ড বলতে কিছু নেই— তা সবার সামনে পরিষ্কার হয়ে গেছে। এই শিশুশিক্ষার্থীরাই অত্যন্ত দক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করে সরকারের অনিয়ম, দুর্নীতি ও অব্যবস্থাপনার চিত্র তুলে এনেছে। তিনি বলেন, নির্বাচন কমিশন সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের গ্যারান্টি দিতে পারছে না। তাই এ নির্বাচন কমিশন দিয়ে জাতীয় নির্বাচন পরিচালনা করা সম্ভব হবে না। এ অবস্থায় জনগণের ভোটাধিকার রক্ষায় দেশবাসীকে ঐক্যবদ্ধ হওয়ার সময় এসেছে।

সর্বশেষ খবর