শনিবার, ১৮ আগস্ট, ২০১৮ ০০:০০ টা

ঈদের প্রভাবে মসলার দাম চড়া

নিজস্ব প্রতিবেদক

ঈদের প্রভাবে মসলার দাম চড়া

রাজধানীর নিত্যপণ্যের বাজারে কোরবানি ঈদের প্রভাব পড়েছে। কোরবানির মাংস রান্নায় প্রধান উপকরণ মসলা। এ জন্য ঈদুল আজহার আগে মসলার চাহিদা থাকে অনেক বেশি। এ সুযোগে এ বছরও সক্রিয় মুনাফালোভী ব্যবসায়ীরা। তারা মসলার দাম বাড়িয়েই চলেছেন। গত সপ্তাহের মতো পিয়াজ, রসুন, দারুচিনি, আদা ও জিরা বিক্রি হয়েছে চড়া দামে। তবে গতকাল নতুন করে কেজিতে ১০ টাকা বেড়ে মানভেদে আদা বিক্রি হয়েছে ১৩০-১৪০ টাকায়। আর লবণ কেজিতে দুই টাকা বেড়ে বিক্রি হয়েছে ২৪ টাকায়। এ ছাড়া সপ্তাহের ব্যবধানে কমেছে ব্রয়লার মুরগি ও চিনির দাম। তবে চাল, ডাল, ভোজ্যতেল, মাছ-মাংসসহ বেশির ভাগ নিত্যপণ্যের দাম ছিল স্থিতিশীল। রাজধানীর কারওয়ান বাজার ও মিরপুর বাজার ঘুরে এ চিত্র পাওয়া গেছে। বাজারগুলোতে সরেজমিন দেখা গেছে, প্রতি কেজি দেশি পিয়াজ মানভেদে বিক্রি হয়েছে ৫৬-৬০ টাকায়। আমদানি করা পিয়াজ বিক্রি হয়েছে ৪০-৪৫ টাকায়। রসুন মানভেদে বিক্রি হয়েছে ৮০-৯০ টাকায়। প্রতি কেজি এলাচ বিক্রি হয়েছে ১৮৫০-১৯০০ টাকায়, যা দুই সপ্তাহ আগে ছিল ১৫৮০ টাকায়। দারুচিনি বিক্রি হয়েছে ২৮০ টাকায়, যা আগে বিক্রি হয়েছে ২১০ টাকায়। জিরা (টার্কি) ৪১০ ও ইন্ডিয়ান জিরা ৩১০ টাকায় বিক্রি করতে দেখা গেছে, যা আগে বিক্রি হয়েছে ৩৫০ ও ২৮০ টাকায়। এদিকে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) দৈনিক বাজারমূল্য তালিকায়ও এসব পণ্যের দাম বৃদ্ধির চিত্র দেখা গেছে।

সর্বশেষ খবর