সোমবার, ২০ আগস্ট, ২০১৮ ০০:০০ টা

৯ সেপ্টেম্বর সংসদের শেষ অধিবেশন

নিজস্ব প্রতিবেদক

আগামী ৯ সেপ্টেম্বর দশম জাতীয় সংসদের ২২তম বা সর্বশেষ অধিবেশন আহ্বান করা হয়েছে। এই অধিবেশনে বহুল আলোচিত ডিজিটাল নিরাপত্তা আইন ও সড়ক পরিবহন সংশোধিত আইন পাস হতে পারে। সংসদ সচিবালয়ের গণসংযোগ বিভাগ জানায়, রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ সংবিধানের ৭২ অনুচ্ছেদের (১) দফায় প্রদত্ত ক্ষমতাবলে গতকাল দশম জাতীয় সংসদের ২২তম এ অধিবেশন আহ্বান করেছেন। আগামী ৯ সেপ্টেম্বর বিকাল ৫টায় অধিবেশন শুরু হবে। এর আগে বিকাল ৪টায় সংসদ ভবনে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে সংসদের কার্য উপদেষ্টা কমিটির বৈঠক অনুষ্ঠিত হবে। বৈঠকে এই অধিবেশন কত দিন চলবে, কোন কোন বিল উত্থাপন ও পাস করা হবে— এসব বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।  গত ১২ জুলাই সংসদের ২১তম অধিবেশন শেষ হয়েছিল। অধিবেশন শেষ হওয়ার পর ৬০ কার্যদিবসের মধ্যে আরেকটি অধিবেশন আহ্বানের সংবিধানিক বাধ্যবাধকতা অনুযায়ী এই অধিবেশন আহ্বান করা হয়েছে।

সর্বশেষ খবর