রবিবার, ২৬ আগস্ট, ২০১৮ ০০:০০ টা

খুলনার পশুর হাটে আয় কমেছে অর্ধ কোটি টাকা

পর্যাপ্ত গরু বিক্রি না হওয়ায় রাজস্ব কমেছে বলে দাবি সংশ্লিষ্টদের

নিজস্ব প্রতিবেদক, খুলনা

খুলনা সিটি করপোরেশন (কেসিসি) পরিচালিত কোরবানির পশুর হাটে এবার আয় কমেছে প্রায় অর্ধ কোটি টাকা। হাটে পর্যাপ্ত গরু বিক্রি না হওয়ায় রাজস্ব কমেছে বলে দাবি সংশ্লিষ্টদের।

জানা যায়, ঈদের দিন সকাল পর্যন্ত খুলনায় বৃহৎ জোড়াগেট পশুর হাটে ৫ হাজার ৩৮২টি গরু ও ১ হাজার ৬৪২টি ছাগল বিক্রি হয়েছে। এ থেকে কেসিসির রাজস্ব এসেছে ১ কোটি ৬৫ লাখ ৩৫ হাজার ৮৮১ টাকা। ২০১৭ সালে একই হাটে ৬ হাজার ৭৩৭টি গরু ও ১ হাজার ৬৫৭টি ছাগল বিক্রি হয়। ওই বছর রাজস্ব এসেছিল ২ কোটি ১০ লাখ ৩০ হাজার ৩৪৩ টাকা। এবার রাজস্ব কমেছে প্রায় ৪৪ লাখ ৯৫ হাজার টাকা।

হাট পরিচালনা কমিটির সমন্বয়ক কাউন্সিলর শামসুজ্জামান মিয়া স্বপন জানান, ‘প্রথম দিকে হাটে পশুর আমদানি তুলনামূলক কম ছিল। এ সুযোগে দাম বাড়িয়ে দেন গরু ব্যবসায়ীরা। ফলে নগরীর অনেক ক্রেতা বাইরে থেকে গরু কিনেছেন; যে কারণে হাটে কোরবানির পশু বিক্রি কম হয়েছে।’ প্রসঙ্গত, নগরীর জোড়াগেটে ১৬ আগস্ট কোরবানির পশুর হাট শুরু হয়ে কেনাবেচা চলে ঈদের দিন ভোর সাড়ে ৬টা পর্যন্ত।

সর্বশেষ খবর