রবিবার, ২৬ আগস্ট, ২০১৮ ০০:০০ টা

সংসদ চত্বরে ঝুলছে খুরমা খেজুর

নিজস্ব প্রতিবেদক

জাতীয় সংসদ চত্বরে দেশি-বিদেশি অনেক গাছ আছে। এর মধ্যে আম, কাঁঠাল, নারিকেল ও দেশি খেজুরের মতো ফলবান বৃক্ষও আছে। তবে সবার নজর কেড়েছে সংসদের দক্ষিণ প্লাজার সিঁড়ি সংলগ্ন পশ্চিম পাশের একটি খেজুর গাছ। ৬-৭ বছর বয়সী ছোট এই গাছে বড় বড় ১৩ থোকায় ঝুলছে পরিপুষ্ট খেজুর। জাল দিয়ে এসব খেজুরের থোকাগুলো জড়িয়ে দেওয়া হয়েছে। সেই থোকা থোকা খেজুর দেখতে ভিড় করছেন কৌতূহলী অনেকে। তবে কাউকে গাছের কাছে ঘেঁষতে দেওয়া হচ্ছে না। একজন পুলিশ সবাইকে দূর থেকে দেখতে বলছেন। তার কাছেই জানা গেল, এটি আরবের একটি খুরমা খেজুর গাছ। এতে অনেক খেজুর ধরেছে। তাই এখানে পুলিশ মোতায়েন করা হয়েছে। এ বিষয়ে সংসদের ফল উন্নয়ন প্রকল্পের পরামর্শক এস এম কামরুজ্জামান বলেন, গাছটি আরবীয় খেজুরের। একটি মাত্র গাছ হওয়ায় ফলনের সম্ভাবনা ছিল কম। তাই পুরুষ রেণু ছিটিয়ে গাছটিতে খেজুর ফলানো হয়েছে। তিনি আরও জানান, ওই গাছে মার্চ মাসে খেজুর ধরেছে। সেপ্টেম্বর মাসে এসব খেজুর পরিপক্ব হবে। প্রায় দুই মণ খেজুর পাওয়া যাবে বলে আশা করা হচ্ছে। 

সর্বশেষ খবর