রবিবার, ২৬ আগস্ট, ২০১৮ ০০:০০ টা

ফুলবাড়ী দিবসের দ্বাদশ বার্ষিকী

নিজস্ব প্রতিবেদক

‘ফুলবাড়ী দিবসের’ দ্বাদশ বার্ষিকী আজ। জাতীয় সম্পদ রক্ষায় জনগণের প্রতিরোধের স্মারক দিবস হিসেবে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি প্রতিবারের মতো এবারও দিনটি পালন করছে। ২০০৬ সালের এই দিনে ‘ফুলবাড়ী কয়লা’ প্রকল্প থেকে উন্মুক্ত পদ্ধতিতে কয়লা উত্তোলনের সরকারি সিদ্ধান্তের প্রতিবাদে লাখো মানুষের সমাবেশে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর গুলিতে প্রাণ হারান তারিকুল, আল আমিন ও সালেকীন নামের তিন তরুণ। আহত হন দুই শতাধিক মানুষ। এর চার দিন পর বাধ্য হয়ে তৎকালীন সরকার দেশে উন্মুক্ত পদ্ধতিতে কয়লা উত্তোলন নিষিদ্ধ ও এশিয়া এনার্জিকে বহিষ্কারসহ আন্দোলনকারীদের ছয় দফা মেনে নিয়ে চুক্তি করে।

সর্বশেষ খবর