রবিবার, ২৬ আগস্ট, ২০১৮ ০০:০০ টা

চট্টগ্রাম চিড়িয়াখানায় ‘মিনি এভিয়ারি’

রেজা মুজাম্মেল, চট্টগ্রাম

চট্টগ্রাম চিড়িয়াখানায় এবার নতুন মাত্রা যোগ হচ্ছে। সমৃদ্ধ হচ্ছে চট্টগ্রামের একমাত্র চিড়িয়াখানাটি। ৩৪ লাখ টাকা ব্যয়ে নির্মাণ করা হচ্ছে ন্যাচারাল মিনি এভিয়ারি (ছোট পক্ষীশালা)। ইতিমধ্যে নির্মাণ কাজ ও পাখি কেনার প্রক্রিয়া  শুরু হয়েছে। আগামী মাসের মাঝামাঝিতে এই পক্ষীশালা উদ্বোধন করার পরিকল্পনা আছে। চট্টগ্রামের জেলা প্রশাসক মো. ইলিয়াছ হোসেনের পরিকল্পনায় চিড়িয়াখানার নিজস্ব তহবিল থেকেই এই পক্ষীশালা নির্মাণ করা হচ্ছে বলে জানা যায়। চিড়িয়াখানা সূত্রে জানা যায়, পক্ষীশালা নির্মাণে প্রাথমিক ব্যয় ধরা হয়েছে ৩৪  লাখ টাকা। এর মধ্যে ২০ লাখ টাকায় অবকাঠামো নির্মাণ এবং দেশি-বিদেশি পাখি ক্রয়ের ব্যয় ধরা হয়েছে ১৪ লাখ টাকা। পক্ষীশালার কেনা ৬  প্রজাতির ৩০০ পাখি নিয়ে শুরু হবে এই এভিয়ারি। এর মধ্যে লাভ বার্ড ২০ জোড়া, লাফিং ডাভ ৫০ জোড়া, ফিজেন্ট ১০ জোড়া, রিংনেড পেরোট ১০  জোড়া, কোকাটেইল ৫০ জোড়া, ম্যাকাও এক জোড়া। এভিয়ারির আয়তন হবে দৈর্ঘ্যে ৬০ ফুট আর প্রস্থে ২৫ ফুট।  

 

সর্বশেষ খবর