বৃহস্পতিবার, ৬ সেপ্টেম্বর, ২০১৮ ০০:০০ টা

মাদকবিরোধী অভিযানে গ্রেফতার ডাক্তারসহ ৬৬ জন

নিজস্ব প্রতিবেদক

রাজধানীতে মাদকবিরোধী বিশেষ অভিযানে মাদক সেবন ও বিক্রির অপরাধে এক ডাক্তারসহ ৬৬ জনকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর (ডিএনসি) ও ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। সংশ্লিষ্ট থানা পুলিশের পাশাপাশি গোয়েন্দা পুলিশ, ডগ স্কোয়াড ও ডিএনসি কর্মকর্তারা এ অভিযানে অংশ নেয়। ডিএনসির সহকারী পরিচালক (ঢাকা মেট্রো-উত্তর) খোরশিদ আলম জানান, গতকাল বিকালে গুলশান ও বাড্ডা থেকে ১৪৭ পিস ইয়াবা ট্যাবলেটসহ চারজনকে গ্রেফতার করা হয়েছে। তারা হলেন ডা. রাকিবুল হাসান, শাহিন, আয়েশা ও সোলেমান। এদের মধ্যে আয়েশা ও সোলেমান স্বামী-স্ত্রী। ডা. রাকিবুল মধ্য বাড্ডার রোড-২ এর ৪ নম্বর বাড়ির স্থায়ী বাসিন্দা। তিনি মেরিস্টপ ও হোপ অব লাইফ নিরাময় কেন্দ্রের চিকিৎসক ছিলেন। বর্তমানে ডাক্তারি ছেড়ে ইয়াবা ব্যবসা করছিলেন। এর আগে মঙ্গলবার মোহাম্মদপুরের ঢাকা ও চন্দ্রিমা উদ্যান থেকে ৪ হাজার পিস ইয়াবা ট্যাবলেট, ১ লাখ ৮১ হাজার টাকাসহ সাতজনকে গ্রেফতার করা হয়। ডিএমপির ডিসি (মিডিয়া) মাসুদুর রহমান জানান, মঙ্গলবার সকাল ৬টা থেকে গতকাল সকাল ৬টা পর্যন্ত মাদকবিরোধী অভিযানে ৪৩ জনকে গ্রেফতার করা হয়েছে। অভিযানে ৮ হাজার ২০৩ পিস ইয়াবা ট্যাবলেট, ৭৩৯ গ্রাম হেরোইন, ৫৯০ গ্রাম গাঁজা, ৭ বোতল ফেনসিডিল, ৪ লিটার দেশি মদ ও ৫২টি নেশাজাতীয় ইনজেকশন উদ্ধার করা হয়। এদিকে পুলিশের মতিঝিল বিভাগের ডিসি আনোয়ার হোসেন জানান, গতকাল সকাল ১০টা থেকে বেলা একটা পর্যন্ত মতিঝিল, খিলগাঁও, রামপুরা ও সবুজবাগ এলাকায় মাদকবিরোধী অভিযানে ১৯ জনকে গ্রেফতার করা হয়েছে।

অভিযানে ৫৬৫ পিস ইয়াবা ট্যাবলেট, ৫০০ গ্রাম গাঁজা, ৫০ পিস ইনজেকশন ও একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে।

সর্বশেষ খবর