শনিবার, ১৫ সেপ্টেম্বর, ২০১৮ ০০:০০ টা

ঢাবির গ ইউনিটের ভর্তি পরীক্ষা

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক

ঢাবির গ ইউনিটের ভর্তি পরীক্ষা

ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষ স্নাতক সম্মান শ্রেণিতে ব্যবসায় শিক্ষা অনুষদের অন্তর্ভুক্ত গ-ইউনিটের ভর্তি পরীক্ষা গতকাল অনুষ্ঠিত হয়েছে —বাংলাদেশ প্রতিদিন

ঢাকা বিশ্ববিদ্যালয়ে ২০১৮-২০১৯ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক সম্মান শ্রেণিতে ব্যবসায় শিক্ষা অনুষদের অন্তর্ভুক্ত গ-ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ও বাইরের ৫৪টি কেন্দ্রে এই পরীক্ষা হয়। পরীক্ষা শেষে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক গোলাম রব্বানী সাংবাদিকদের বলেন, কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ছাড়াই পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে। সামনের পরীক্ষাগুলো সুষ্ঠু করতে তিনি পরীক্ষার্থী, অভিভাবকসহ সবার সহযোগিতা কামনা করেন। এর আগে সোয়া দশটার       দিকে বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ড. আখতারুজ্জামান, কোষাধ্যক্ষ কামাল উদ্দিন ব্যবসায় শিক্ষা অনুষদের কয়েকটি কেন্দ্র পরিদর্শন করেন। পরিদর্শন শেষে তিনি সাংবাদিকদের বলেন, অত্যন্ত কঠোর নজরদারিতে পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। সব প্রযুক্তির সাহায্য নেওয়া হয়েছে। গত বছর যারা ডিজিটাল জালিয়াতি করেছিল তারা আইনের আওতায় থাকায় ডিজিটাল জালিয়াতি চক্রকে প্রতিরোধ করা সম্ভব হয়েছে। উল্লেখ্য, ব্যবসায় শিক্ষা অনুষদের অন্তর্ভুক্ত গ-ইউনিটে ১২৫০টি আসনের বিপরীতে ২৬ হাজার ৯৬০ জন ভর্তিচ্ছু আবেদন করে।

সর্বশেষ খবর