শিরোনাম
শনিবার, ১৫ সেপ্টেম্বর, ২০১৮ ০০:০০ টা

ড. মোমেনের ইউরিনাল স্টোন অপসারিত

প্রতিদিন ডেস্ক

ড. মোমেনের ইউরিনাল স্টোন অপসারিত

সাবেক রাষ্ট্রদূত ও বঙ্গবন্ধু ফাউন্ডেশন জাতীয় কমিটির প্রেসিডেন্ট ড. মোমেনের দেহ থেকে ইউরিনাল স্টোন অপসারণ করা হয়েছে। নিউইয়র্কে ১৩ সেপ্টেম্বর সকালে লেজার-অস্ত্রোপচারের মাধ্যমে এ স্টোন অপসারণ করা হয়। খবর : এনআরবি নিউজ’র।

জানা গেছে, অপারেশনের কয়েক ঘণ্টা পরই ড. মোমেন নিউইয়র্কের লং আইল্যান্ডে কন্যার বাসায় ফিরেছেন। তিনি ‘ইউরিনাল স্টোন’ অপসারণের জন্য ৬ সেপ্টেম্বর সর্বপ্রথম নিউজার্সির হ্যাকেনসেক হাসপাতালে ভর্তি হন। এরপর স্টোন অপসারণের প্রাথমিক একটি অস্ত্রোপচার করা হয়। পরে বিশেষজ্ঞ চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী ১৩ সেপ্টেম্বর পুনরায় একই হাসপাতালে ভর্তি হয়েছিলেন। এদিন সন্ধ্যায় ড. মোমেন বলেন, ‘স্টোনটি গুঁড়িয়ে বের করা সম্ভব হয়েছে। এখন আমি সম্পূর্ণ সুস্থ।’ উল্লেখ্য, কানাডার টরন্টোতে ১ ও ২ সেপ্টেম্বর অনুষ্ঠিত ‘বিশ্ব সিলেট সম্মেলন’-এ অংশগ্রহণের সময়েই অসুস্থ হয়ে পড়েন ড. মোমেন।

সর্বশেষ খবর