শুক্রবার, ২৮ সেপ্টেম্বর, ২০১৮ ০০:০০ টা

মানবজমিন সম্পাদকসহ তিনজনের বিরুদ্ধে যুবলীগ নেতার মামলা

আদালত প্রতিবেদক

ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের সভাপতি ইসমাইল চৌধুরী সম্রাটের মানহানি করার অভিযোগে দৈনিক মানবজমিনের প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরীসহ তিনজনের বিরুদ্ধে মামলা হয়েছে। গতকাল ঢাকার মুখ্য মহানগর হাকিমের (সিএমএম) আদালতে বাদী হয়ে মামলাটি করেন ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের দফতর সম্পাদক মো. এমদাদুল হক। মতিউর রহমান চৌধুরী ছাড়া এ মামলার অপর দুই আসামি হলেন পত্রিকার প্রকাশক মাহবুবা চৌধুরী ও প্রতিবেদক রুদ্র মিজান। এ বিষয়ে বাদীর আইনজীবী আফরোজা শাহানাজ পারভীন সাংবাদিকদের জানান, বাদীর জবানবন্দি গ্রহণ করে ঢাকা মহানগর হাকিম এ এন এম তোয়াহা অভিযোগের বিষয়ে তদন্ত করে সাত কার্যদিবসের মধ্যে রাজধানীর তেজগাঁও থানা পুলিশকে প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন। মামলায় বলা হয়, গত ২৭ সেপ্টেম্বর দৈনিক মানবজমিন পত্রিকার প্রথম পৃষ্ঠায় ‘যুবলীগ নেতার চাঁদা দাবি, আঞ্জুমানের ভবন নির্মাণ বন্ধ’ শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশিত হয়। পত্রিকার ওই খবরে ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের সভাপতি ইসমাইল চৌধুরী সম্রাট ও তার লোকজন জনকল্যাণমূলক সংস্থা আঞ্জুমান মুফিদুল ইসলামের কাছে যে চাঁদা দাবির অভিযোগ করা হয়েছে— তা সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট, ভিত্তিহীন, উদ্দেশ্য প্রণোদিত ও মানহানিকর।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর