শিরোনাম
শুক্রবার, ২৮ সেপ্টেম্বর, ২০১৮ ০০:০০ টা

চট্টগ্রামে পাঁচ পুলিশের বিরুদ্ধে আইনজীবীর মামলা

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

পটিয়া থানার পাঁচ পুলিশ সদস্যের বিরুদ্ধে আদালতে মামলা করেছেন রিগান আচার্য নামে এক আইনজীবী। গতকাল চট্টগ্রাম জেলা ও দায়রা জজ মো. ইসমাইল হোসেনের আদালতে এ মামলা দায়ের করেন তিনি। অভিযুক্তরা হলেন- এসআই খাজু মিয়া, এএসআই মো. মাসুম, মো. বশির, মো. খোরশেদ ও কনস্টেবল মো. হুমায়ুন। আদালত মামলা গ্রহণের পর দুর্নীতি দমন কমিশনকে (দুদক) বিধি মোতাবেক তদন্ত করতে নির্দেশ দিয়েছেন বলে জানান বাদির আইনজীবী মানস দাশ। মামলার বাদি রিগান আচার্য জানান, গত ১৭ সেপ্টেম্বর রাতে পূজা শেষে ধলঘাটের শ্বশুর বাড়ি থেকে নগরীর বাকলিয়ায় বাসায় ফিরছিলেন তিনি। ধলঘাট বাজারে একটি লেগুনা থেকে একদল পুলিশ তাকে থামতে বলেন। এ সময় ওই গাড়ি থেকে কয়েকজন পুলিশ সদস্য নেমে তাকে ঘিরে ধরেন এবং পকেটে থাকা সাড়ে ৮ হাজার টাকা ছিনিয়ে নেন। এরপর তাকে জোরপূর্বক গাড়িতে তুলে পটিয়া থানায় নিয়ে যাওয়া হয়। সেখানে নেওয়ার সময় ছেড়ে দেওয়ার কথা বলে তার কাছ থেকে ঘুষও দাবি করেন। ঘুষ না দেওয়ায় পরেরদিন দুপুর সাড়ে ১২টা পর্যন্ত তাকে থানায় বসিয়ে রেখে ছেড়ে দেওয়া হয়। তবে পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ নেয়ামত উল্লাহ বলেন, মদ্যপ অবস্থায় একা রাস্তায় দাঁড়িয়েছিলেন রিগান আচার্য। সড়কে দুর্ঘটনার শিকার হতে পারেন, এই আশঙ্কায় তাকে থানায় নিয়ে যাওয়া হয়েছিল।

সেই রাতে তাকে ওয়াশ করানো হয়। হাসপাতালের এ সংক্রান্ত সনদও আছে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর