সোমবার, ১ অক্টোবর, ২০১৮ ০০:০০ টা

তিস্তার ভাঙন রোধে ১৬০ কোটি টাকার প্রকল্প

নিজস্ব প্রতিবেদক, রংপুর

রংপুরের কাউনিয়া উপজেলায় তিস্তা নদীর ভাঙন রোধে ১৬০ কোটি টাকার প্রকল্প হাতে নিয়েছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। ভাঙন রোধে তিস্তা সড়ক সেতুর উজানে ২ কিলোমিটার এবং ভাটির দিকে ৪ কিলোমিটার নদীর তীর সংরক্ষণ, ১০ কিলোমিটার নদী খনন এবং ২০ কিলোমিটার বন্যা নিয়ন্ত্রণ বাঁধ পুনর্বাসন করা হবে। ভাঙন এলাকা পরিদর্শন শেষে আট সদস্যের কারিগরি কমিটির দেওয়া প্রতিবেদনের ভিত্তিতে এখন উন্নয়ন প্রকল্প প্রস্তাবনা তৈরির কাজ চলছে। গত ৩১ আগস্ট বাংলাদেশ প্রতিদিনে ‘ভাঙছে তিস্তা, পুড়ছে কপাল’ শিরোনামে সংবাদ প্রকাশ হয়েছিল। এ বিষয়ে জানতে চাইলে কারিগরি কমিটির সদস্য সচিব ও রংপুর পাউবোর নির্বাহী প্রকৌশলী মেহেদী হাসান বলেন, দীর্ঘদিন ড্রেজিং না করার কারণে নদীর গতিপথ পরিবর্তন হয়ে নতুন নতুন এলাকা ভাঙনের শিকার হয়। কাউনিয়ার দুটি ইউনিয়নের বিস্তীর্ণ এলাকা নদীগর্ভে চলে গেছে। কারিগরি কমিটির প্রতিবেদনের ভিত্তিতে ১৬০ কোটি টাকার উন্নয়ন প্রকল্প প্রস্তাবনা (ডিটিপি) তৈরির কাজ চলছে। প্রকল্প অনুমোদনের আগে ডিটিপি তৈরি করতে হয়। শিগগিরই এ প্রকল্পের কাজ শুরু হবে। প্রকল্পটি বাস্তবায়িত হলে কাউনিয়ার তিস্তা নদী তীরবর্তী মানুষের সমস্যা থাকবে না।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর