সোমবার, ১ অক্টোবর, ২০১৮ ০০:০০ টা

মৎস্য ভবনের সামনে ফুটওভার ব্রিজ কেন নয় : হাই কোর্ট

নিজস্ব প্রতিবেদক

রাজধানীর অন্যতম ব্যস্ত এলাকা সুপ্রিম কোর্টের উত্তর কোণ ও মত্স্য ভবনের সামনের রাস্তা পারাপারের সুবিধার্থে আন্ডারপাস বা ফুটওভার ব্রিজ নির্মাণ করার নির্দেশ কেন দেওয়া হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছে হাই কোর্ট। গতকাল বিচারপতি শেখ হাসান আরিফ ও বিচারপতি আহমেদ সোহেলের সমন্বয়ে গঠিত হাই কোর্ট বেঞ্চ এ আদেশ দেয়। আদেশে আগামী চার সপ্তাহের মধ্যে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সচিব, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সচিব, গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ে প্রধান প্রকৌশলী ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়রসহ সরকারের সংশ্লিষ্টদের এই রুলের জবাব দিতে বলা হয়েছে। আদালতে রিটের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট এমএম কাশেম। তার সঙ্গে ছিলেন অ্যাডভোকেট এহছান উল কাইউম।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর