সোমবার, ১ অক্টোবর, ২০১৮ ০০:০০ টা

বরিশালে নারী চিকিৎসক খুন

নিজস্ব প্রতিবেদক, বরিশাল

বরিশালে নারী চিকিৎসক খুন

বরিশাল নগরীর নথুল্লাবাদ কেন্দ্রীয় বাস টার্মিনাল সংলগ্ন লুত্ফর রহমান সড়কের বাসা থেকে ইউনিয়ন উপ-সহকারী কমিউনিটি মেডিকেল কর্মকর্তা এক নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল দুপুর আড়াইটার দিকে নগরীর বিমান বন্দর থানা পুলিশ মারুফা বেগম (৪১) নামে ওই নারী কর্মকর্তার লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করে। ওই নারীকে ধর্ষণের পর হত্যা করা হতে পারে বলে ধারণা করছেন সংশ্লিষ্টরা। তবে পুলিশ বলছে, ওই নারীকে হত্যা করা হয়েছে। নিহত মারুফা বেগম নগরীর কাশীপুর গণপাড়া এলাকার বাসিন্দা জহিরুল হায়দার চৌধুরীর স্ত্রী এবং কাশীপুর ইউনিয়ন পরিষদের উপ-সহকারী কমিউনিটি মেডিকেল কর্মকর্তা পদে কর্মরত ছিলেন। স্বামী জহিরুল ঢাকায় প্রগতি লাইফ ইন্স্যুরেন্স কোম্পানিতে কর্মরত। নিঃসন্তান মারুফা জনৈক সুলতান আহমেদের মালিকানাধীন ‘শরীফ মঞ্জিলের’ তৃতীয় তলার একটি ফ্ল্যাটে একা ভাড়া থাকতেন। গতকাল সকালে জহিরুল হায়দার চৌধুরী তার স্ত্রীর মুঠোফোনে একাধিকবার রিং দিলেও ফোন রিসিভ করেননি। পরে জহিরুল বাড়ির মালিকের কাছে ফোন দিয়ে তার স্ত্রীর অবস্থান জানতে চান। মালিক মারুফার ফ্ল্যাট ভিতর থেকে আটকানো দেখতে পেয়ে এবং ভিতর থেকে কোনো সাড়া শব্দ না পেয়ে বিষয়টি জহিরুল চৌধুরীকে জানান। জহিরুল  তার বড় ভাইকে খোঁজ নেওয়ার জন্য পাঠান। বড় ভাই গিয়ে ভিতর থেকে বাসার দরজা আটকানো দেখে স্থানীয় ওয়ার্ড কাউন্সিলরকে জানান। পরে স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর পুলিশে খবর দিলে বিমান বন্দর থানা পুলিশ গিয়ে ওই নারীর লাশ উদ্ধার করেন। মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার (উত্তর) জাহাঙ্গীর মল্লিক জানান, মারুফার কানের পাশে এবং শরীরে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। আলামত দেখে মারুফা হত্যাকাণ্ডের শিকার হয়েছেন বলে নিশ্চিত করেছেন তিনি। এই হত্যা ঘটনার তথ্য উদঘাটনসহ জিজ্ঞাসাবাদের জন্য নিহতের ৪ সহকর্মীকে থানায় নিয়ে যাওয়ার কথা বলেন উপ-কমিশনার।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর