সোমবার, ১ অক্টোবর, ২০১৮ ০০:০০ টা

শেষ হলো আর্ট বিয়েনাল প্রদর্শনী

সাংস্কৃতিক প্রতিবেদক

শেষ হলো আর্ট বিয়েনাল প্রদর্শনী

স্বাগতিক বাংলাদেশসহ ৬৮টি দেশের শিল্পীদের ৩৬৮টি পেইন্টিং, প্রিন্ট ও ফটোগ্রাফি, ৩৩টি ভাস্কর্য, ৫২টি ইলাস্ট্রেশন আর্ট নিয়ে শিল্পকলা একাডেমিতে শেষ হয়েছে মাসব্যাপী ১৮তম এশিয়ান আর্ট বিয়েনাল প্রদর্শনী ২০১৮। এটি ছিল বিয়েনালের ১৮তম আসর।

গতকাল বিকালে একাডেমির চিত্রশালা মিলনায়তনে প্রদর্শনীর সমাপনী আয়োজনে প্রধান অতিথি ছিলেন সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর। সংস্কৃতি মন্ত্রণালয়ের সচিব নাসির উদ্দিন আহমেদের সভাপতিত্বে এতে স্বাগত বক্তৃতা করেন একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকী।

এদিকে, ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধ সম্পর্কে জনসচেতনতা বাড়াতে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) পাঁচ দিনব্যাপী বাউল ও জারি গানের মাধ্যমে রোড শো করছে। গতকাল ডিএনসিসির ৫টি অঞ্চল থেকে এ আয়োজন শুরু করা হয়েছে। রাজধানীর কারওয়ান বাজারে এর উদ্বোধন করেন ডিএনসিসির প্যানেলভুক্ত মেয়র আলেয়া সারোয়ার ডেইজী।

এ সময় ডিএনসিসির অঞ্চল-৫ এর আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা এস এম অজিয়র রহমান উপস্থিত ছিলেন। রোড শোর পাশাপাশি এলাকাবাসীকে সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হবে।

 

সর্বশেষ খবর