সোমবার, ১ অক্টোবর, ২০১৮ ০০:০০ টা

কৃমি নিয়ন্ত্রণ সপ্তাহ শুরু

নিজস্ব প্রতিবেদক

আজ শুরু হচ্ছে জাতীয় কৃমি নিয়ন্ত্রণ সপ্তাহ। এর আওতায় ৫-১৬ বছর বয়সী দেশের সব শিশুকে এক ডোজ কৃমি নাশক ওষুধ খাওয়নো হবে। গতকাল রাজধানীর স্বাস্থ্য অধিদফতরে আয়োজিত সংবাদ সম্মেলনে এ বিষয়ে বিভিন্ন তথ্য দেওয়া হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল কালাম আজাদ। তিনি বলেন, এই কর্মসূচির আওতায় দেশের সব প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠানে শিশুদের কৃষি নাশক ওষুধ খাওয়ানো হবে। পাশাপাশি শিক্ষাপ্রতিষ্ঠানের বাইরে থাকা ৫-১৬ বছর বয়সী শিশুদেরও ওষুধ খাওয়াবে। কর্মসূচি চলবে আগামী ৭ অক্টোবর পর্যন্ত।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর