মঙ্গলবার, ২ অক্টোবর, ২০১৮ ০০:০০ টা

নির্বাচনে না এলে অস্তিত্ব থাকবে না বিএনপির

———— অর্থমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, সিলেট

অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচনের জন্য বর্তমানে দেশে যে ব্যবস্থা আছে, এর চেয়ে উত্তম কিছু করা সম্ভব নয় বলে মন্তব্য করেছেন অর্থমন্ত্রী আবুল মাল  আবদুল মুহিত। গতকাল সকালে সিলেট জেলার সরকারি দফতরের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।

অর্থমন্ত্রী বলেন, বিএনপি আগামী নির্বাচনে না এলে দল হিসেবেই তাদের অস্তিত্ব থাকবে না। মতবিনিময়কালে অর্থমন্ত্রী সিলেট অঞ্চলে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের তাগিদ দিয়ে বলেন, সরকার বিদ্যুৎ সেবা নিশ্চিত করতে নিরলস কাজ করে যাচ্ছে। সিলেটে চাহিদা মতো বিদ্যুৎ সরবরাহও করা হচ্ছে। তাই বিদ্যুৎ সম্পর্কিত গ্রাহকের কোনো অভিযোগ করলে সংশ্লিষ্ট কর্মকর্তার চাকরি থাকাই উচিত নয়। সভায় উপস্থিত ছিলেন মাহমুদ উস সামাদ চৌধুরী কয়েস এমপি, জাতিসংঘের সাবেক স্থায়ী প্রতিনিধি ড. এ কে আবদুল মোমেন, সিলেটের জেলা প্রশাসক নুমেরী জামান,  পুলিশ সুপার মো. মনিরুজ্জামান প্রমুখ।

সর্বশেষ খবর