বুধবার, ৩ অক্টোবর, ২০১৮ ০০:০০ টা

বসুন্ধরা এক্সপোতে মোটরবাইকের হাইস্কিল ট্রেনিং

নিজস্ব প্রতিবেদক

তরুণ বাইকারদের কাছে এখন অত্যন্ত জনপ্রিয় বাহন মোটরবাইক। তবে যানজটের নগরী এই ঢাকায় মোটরবাইকের বিকল্প ভাবতেই পারেন না অনেকে। হাইওয়েতে দুর্ঘটনাজনিত বিভিন্ন পরিস্থিতি মোকাবিলা ও জনসচেতনতা সৃষ্টিতে পুলিশের জন্য রাজধানীতে আয়োজন করা হয়েছে তিন দিনব্যাপী হাইস্কিল ট্রেনিংয়ের। পাশাপাশি রাখা হয়েছে মোটরবাইকারদেরও অংশ নেওয়ার সুযোগ। ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরা (আইসিসিবি) এক্সপো জোনে চলছে এই ট্রেনিং। পুরো আয়োজনটির নাম দেওয়া হয়েছে ইয়ামাহা রাইড ফেস্ট। এটি শুরু হয়েছে সোমবার থেকে। শেষ হবে আজ বুধবার।  গতকালও সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত পুলিশের মধ্যকার নির্বাচিত পাঁচজনকে দেওয়া হয় হাইস্কিল ট্রেনিং। আর বিকাল ৪টার পর থেকে সবার জন্য উন্মুক্ত করা হয় এটি। তবে এক্ষেত্রে তাদের দুটি ধাপ অর্থাৎ টেস্টিং রাইড ও জিমখানা টেস্টিং রাইড। সাধারণদের মধ্যে এটি যারাই অতিক্রম করতে পেরেছেন তাদেরকেই শুধু দেওয়া হয়েছে হাইস্কিল ট্রেনিং। সব শেষে সফল হওয়াদের পুরস্কৃত করা হয়। এ বিষয়ে ইয়ামাহার ব্র্যান্ড ম্যানেজার জাহিদুল ইসলাম এ প্রতিবেদককে জানান, আমরা গত বছর ২৫০ সিসির বেশ কিছু মোটরবাইক পুলিশের কাছে বিক্রি করেছিলাম। প্রতিশ্রুতি অনুযায়ী এই হাইস্কিল ট্রেনিংয়ের ব্যবস্থা করা হয়েছে। এ জন্য জাপান থেকে দুজন প্রফেশনাল ট্রেইনার ও একজন সুপারভাইজার আনা হয়েছে। সরেজমিন ঘুরে আরও জানা যায়, গত ২৬ মার্চে সর্বোচ্চ সংখ্যক বাইকারদের নিয়ে ইয়ামাহার লোগো তৈরির এটেম্পট হাতে নেয়। পরবর্তীতে এটেম্পটটি সফল হয় এবং গিনেসবুকে নাম লেখায়। আর এই এটেম্পট এ যারাই অংশ নিয়েছিলেন তাদের প্রত্যেকের মোবাইলফোনে ইয়ামাহার পক্ষ থেকে পাঠানো হয় এসএমএস। সেই এসএমএস দেখিয়ে এই রাইড ফেস্টে নিবন্ধন করেন বাইকাররা, এরপর তাদের দেওয়া হয় একটি করে সার্টিফিকেট এবং টি-শার্ট। টি-শার্ট পরে, সার্টিফিকেট হাতে নিয়ে তোলা ছবিও প্রিন্ট করে দেওয়া হয়। উপভোগের জন্য কনসার্টের পাশাপাশি রাখা হয় টেস্টিং এবং জিমখানা রাইডিংয়ের ব্যবস্থা।

এতে মোটরবাইক রাইডিংয়ের নানা কলাকৌশল, হাইওয়েতে রাইডিংয়ে নিরাপত্তামূলক ব্যবস্থা ও সচেতনতার বিভিন্ন পদ্ধতি তুলে ধরা হয়। তবে টেস্টিং এবং জিমখানা রাইড টেস্টিংয়ে ড্রাইভিং লাইসেন্স দেখিয়ে অংশ নেওয়ার সুযোগ দেওয়া হয়।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর