বুধবার, ৩ অক্টোবর, ২০১৮ ০০:০০ টা

বাংলাদেশ ব্যাংকের বইয়ে ইতিহাস বিকৃতি তদন্তের নির্দেশ

নিজস্ব প্রতিবেদক

‘বাংলাদেশ ব্যাংকের ইতিহাস’ বইয়ে ইতিহাস বিকৃতির বিষয়ে অভিযোগ তদন্তের জন্য অনুসন্ধান কমিটি গঠনের নির্দেশ দিয়েছে হাই কোর্ট। একটি রিটের শুনানি করে গতকাল বিচারপতি মো. আশফাকুল ইসলাম এবং বিচারপতি মোহাম্মদ আলীর সমন্বয়ে গঠিত হাই কোর্ট বেঞ্চ এ আদেশ দেয়। অর্থ সচিবকে একটি অনুসন্ধান কমিটি করে ৩০ দিনের মধ্যে প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছে আদালত। পাশাপাশি ‘বাংলাদেশ ব্যাংকের ইতিহাস’ বইয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি অন্তর্ভুক্ত না করে পাকিস্তানের সাবেক প্রেসিডেন্ট আইয়ুব খান এবং পূর্ব পাকিস্তানের সাবেক গভর্নর মোনায়েম খানের ছবি অন্তর্ভুক্ত করে ইতিহাস বিকৃত করা কেন আইনগত কর্তৃত্ববহির্ভূত ঘোষণা করা হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছে আদালত। অর্থ সচিব, স্বরাষ্ট্র সচিব ও মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের সচিবসহ ছয়জনকে এ রুলের জবাব দিতে বলা হয়েছে। ২০১৩ সালে ‘বাংলাদেশ ব্যাংকের ইতিহাস’ এ বইয়ের পাণ্ডুলিপি তৈরি ও প্রকাশনার সিদ্ধান্ত হয়। গত বছরের ডিসেম্বরে প্রকাশিত হয় বইটি। গত ২৫ মার্চ অনুষ্ঠানিকভাবে বইটির মোড়ক উন্মোচন করেন ব্যাংকের গভর্নর ফজলে কবির।

 এই বইয়ে ইতিহাস বিকৃতির বিষয়টি সম্প্রতি গণমাধ্যম ও সামাজিক যোগাযোগের মাধ্যমে আলোচনায় আসে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর