বুধবার, ৩ অক্টোবর, ২০১৮ ০০:০০ টা

সাত কোটি টাকা আত্মসাতে ব্যাংক কর্তাসহ ব্যবসায়ীর বিরুদ্ধে চার্জশিট

নিজস্ব প্রতিবেদক, খুলনা

ব্যাংকের ৭ কোটি ২৬ লাখ আত্মসাতের মামলায় খুলনার হিমায়িত মত্স্য রপ্তানিকারক এম এ ছাত্তার ও রূপালী ব্যাংকের সাবেক কর্মকর্তা মো. আবদুর রহমানের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র (চার্জসিট) দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। গতকাল জেলা জজ আদালতে এ অভিযোগপত্র দাখিল করেন দুদক খুলনার উপ-সহকারী পরিচালক মো. মোশারফ হোসেন। ব্যাংকের টাকা আত্মসাতের অভিযোগে গত বছরের ২৯ আগস্ট রূপসা থানায় দুদক এ মামলা করে। এম এ ছাত্তার খুলনার মত্স্য প্রক্রিয়াজাতকরণ প্রতিষ্ঠান ‘বায়োনিক সী ফুডস এক্সপোর্টার্স লিমিটেড’ এবং নগরীর ‘গরীব নেওয়াজ’ ক্লিনিকের ব্যবস্থাপনা পরিচালক। মামলার অপর আসামি মো. আবদুর রহমান রূপালী ব্যাংক, খুলনার শামস বিল্ডিং শাখার সাবেক উপ-মহাব্যবস্থাপক। দুদক খুলনার পিপি অ্যাডভোকেট খন্দকার মজিবর রহমান জানান, এম এ ছাত্তার মাছ কেনার জন্য রূপালী ব্যাংক খুলনার তৎকালীন উপ-মহাব্যবস্থাপক মো. আবদুর রহমানের সঙ্গে যোগসাজশে ৬ কোটি ৭৯ লাখ ২৬ হাজার ৭০০ টাকা ঋণ নেন। কিন্তু পরে তিনি ওই টাকা পরিশোধ না করে আত্মসাৎ করেন। যা সুদে আসলে বর্তমানে ৭ কোটি ২৬ লাখ ৩৩ হাজার ৪৯০ টাকা হয়েছে।

এ টাকার মধ্যে ৭০ শতাংশ সরকারি টাকা হওয়ায় দুদক তাদের বিরুদ্ধে মামলা করে। অভিযোগপত্রে টাকা আত্মসাতের ঘটনায় দুজনকেই দোষী সাব্যস্ত করা হয়েছে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর