বুধবার, ৩ অক্টোবর, ২০১৮ ০০:০০ টা

‘মহাত্মা গান্ধীর আন্দোলনে অনুপ্রাণিত হন বঙ্গবন্ধু’

১৫০ তম জন্মবার্ষিকীর অনুষ্ঠানে বক্তারা

কূটনৈতিক প্রতিবেদক

ভারতের জাতির জনক মহাত্মা গান্ধীর অহিংস ও আপোসহীন আন্দোলনে অনুপ্রাণিত হয়েছিলেন বাংলাদেশের জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। আর বঙ্গবন্ধুর সেই অহিংস আন্দোলনই বাংলাদেশকে স্বাধীনতা এনে দিয়েছে। গতকাল মহাত্মা গান্ধীর ১৫০তম জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষে ভারতীয় হাইকমিশনে আয়োজিত এক অনুষ্ঠানে হাইকমিশনার হর্ষবর্ধন শ্রিংলা এসব কথা বলেন। ঢাকার ভারতীয় হাইকমিশন ও গান্ধী আশ্রম ট্রাস্টের যৌথ উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে ভারতীয় হাইকমিশনার শিল্পমন্ত্রী আমির হোসেন আমুর উদ্ধৃতি দিয়ে বঙ্গবন্ধুর অনুপ্রাণিত হওয়ার তথ্য জানিয়ে বলেন, তিনি বাংলাদেশের নোয়াখালীতেও এসেছিলেন শান্তির বাণী নিয়ে, মানুষের মধ্যে শান্তি প্রতিষ্ঠিত করতে। তিনি আরও বলেন, গান্ধীজী সারা জীবন অহিংস আন্দোলন করেছেন। শান্তির বাণী শুনিয়েছেন। বর্তমান বিশ্বে যে উগ্রবাদ মাথা চাড়া দিয়ে উঠেছে, গান্ধীর আদর্শ অনুসরণের মধ্যে দিয়ে সে সংকট দূর করে বিশ্ব শান্তি প্রতিষ্ঠা সম্ভব। তাই মহাত্মা গান্ধীর আদর্শ ও শিক্ষা সারা বিশ্বের মানব সমাজের মধ্যে ছড়িয়ে দিতে হবে।

অনুষ্ঠানে মহাত্মা গান্ধীর জন্মবার্ষিকী উপলক্ষে ৭টি ডাকটিকিট উন্মোচন করেন ভারতীয় হাইকমিশনার হর্ষবর্ধন শ্রিংলা। এ সময় উপস্থিত ছিলেন ডেপুটি হাইকমিশনার ড. আদর্শ সোয়াইকা ও  নোয়াখালী গান্ধী আশ্রম ট্রাস্টের সভাপতি স্বদেশ রায়। অনুষ্ঠানে রাজধানীর তিনটি শিক্ষা প্রতিষ্ঠানের তিনজন করে মোট ৯ জন শিক্ষার্থীকে পুরস্কার ও সার্টিফিকেট প্রদান করা হয়। অনুষ্ঠান  শেষে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ সময় রবীন্দ্রসংগীত শিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যাসহ অন্য শিল্পীরা সংগীত পরিবেশন করেন। অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ফার্স্ট  সেক্রেটারি পলিটিক্যাল রাজেক ইউকে, ফার্স্ট  সেক্রেটারি পলিটিক্যাল নবনীতা চক্রবর্তী, মিডিয়া অ্যাটাশে রঞ্জন মণ্ডলসহ হাইকমিশনের বিভিন্ন কর্মকর্তারা।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর