বুধবার, ৩ অক্টোবর, ২০১৮ ০০:০০ টা

প্রাথমিকের বই ছাপানো শেষ হবে ১৪ ডিসেম্বর

নিজস্ব প্রতিবেদক

আগামী ১৪ ডিসেম্বরের আগেই শেষ হচ্ছে প্রাথমিকের বিনামূল্যে বিতরণের জন্য নতুন এগারো কোটি বই ছাপা ও বাইন্ডিংয়ের কাজ। ৩১ ডিসেম্বরের আগেই এসব বই পৌঁছে দেওয়া হবে দেশের প্রতিটি উপজেলার প্রাথমিক বিদ্যালয়ে। নতুন বছরের প্রথম দিনেই সারা দেশে বই উৎসবের মাধ্যমে শিক্ষার্থীদের হাতে তুলে দেওয়া হবে নতুন বই। সংসদ ভবনে গতকাল অনুষ্ঠিত প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির ৪৭তম বৈঠকে মন্ত্রণালয়ের পক্ষে এসব তথ্য তুলে ধরা হয়। বৈঠকে সভাপতিত্ব করেন কমিটির সভাপতি মো. মোতাহার হোসেন। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী মোস্তাফিজুর রহমান, আ খ ম জাহাঙ্গীর হোসাইন, আলী আজম, মোহাম্মদ ইলিয়াছ বৈঠকে অংশ নেন।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর