শুক্রবার, ৫ অক্টোবর, ২০১৮ ০০:০০ টা

ঐক্যবদ্ধ নাগরিক আন্দোলনের নিবন্ধন বাতিল করল ইসি

নিজস্ব প্রতিবেদক

ঐক্যবদ্ধ নাগরিক আন্দোলন নামে রাজনৈতিক দলের নিবন্ধন বাতিল  করেছে নির্বাচন কমিশন (ইসি)। গতকাল ইসি সচিব হেলালুদ্দীন আহমদ    স্বাক্ষরিত এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। ইসি সূত্র জানায়, গণপ্রতিনিধিত্ব আদেশের (আরপিও) ৯০ এর বি অনুযায়ী নিবন্ধন নিলেও এ আইনের বিধান অনুযায়ী কেন্দ্রীয় দফতর, এক তৃতীয়াংশ প্রশাসনিক জেলা ও ১০০ উপজেলা/থানায় কার্যকর দফতরের সমর্থনে প্রমাণিক দলিলাদিসমূহ নির্ধারিত সময়ের মধ্যে জমা দেওয়ার শর্ত থাকলেও দলটি তা করেনি। তাই   নিবন্ধন শর্ত পূরণ না করায় দলটির নিবন্ধন বাতিল করা হয় বলেও জানায় ইসি সূত্র। ইসির নিবন্ধনের তালিকায়  ২৯ নম্বরে থাকা দলটি ২০০৮ সালে নিবন্ধিত হয়েছিল।

সর্বশেষ খবর