শিরোনাম
মঙ্গলবার, ৯ অক্টোবর, ২০১৮ ০০:০০ টা

ধ্বংসের রাজনীতির অবসান অপরিহার্য

—————— পীর চরমোনাই

নিজস্ব প্রতিবেদক

ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করিম পীর চরমোনাই বলেছেন, মানুষের অন্তর থেকে আল্লাহর ভয় উঠে যাওয়ায় মানুষ দিন দিন হিংস্র হয়ে উঠছে। আল্লাহর ভয় থাকলে একে অন্যকে খুন, গুম, হত্যা করতে পারে না। প্রতিহিংসা-জিঘাংসা আর ধ্বংসের রাজনীতির অবসান না করতে পারলে দেশের উন্নতি, অগ্রগতি ও কল্যাণ হবে না। তাই ধ্বংসের রাজনীতির অবসান অপরিহার্য। গতকাল রাজধানীর তুষারধারা বালুর মাঠে অনুষ্ঠিত ইসলামী মহাসম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। এতে আরও বক্তব্য রাখেন মাওলানা ইউনুছ আহমাদ পীর সাহেব খুলনাসহ স্থানীয় ওলামায়ে কেরাম। পীর চরমোনাই বলেন, ইসলামী আন্দোলন উন্নতি ও সমৃদ্ধির পথে এগিয়ে নিয়ে বাংলাদেশকে একটি কল্যাণ রাষ্ট্রে পরিণত করবে। ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা হলে সব ধর্মের লোকজন আরও বেশি রাষ্ট্রের সব সুযোগ-সুবিধা ভোগ করবেন। ইসলামী শাসন প্রতিষ্ঠা হলে নারীরা সবচেয়ে বেশি সম্মানিত হবেন। নারীরা নিরাপত্তা ও অগ্রাধিকার পাবেন।

তিনি বলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ একটি নিয়মতান্ত্রিক গণমুখী রাজনৈতিক দল। পীর সাহেব বলেন, ইসলামী আন্দোলন ক্ষমতায় গেলে দেশে ন্যায়ের শাসন প্রতিষ্ঠা করবে। দুর্নীতি, মাদক উত্খাত করবে। সমঝোতা ও সহনশীল রাজনীতির বিকাশ ঘটাবে। শ্রমজীবী মানুষ, সংখ্যালঘু এবং পিছিয়ে পড়া ক্ষুদ্র নৃগোষ্ঠীর অধিকার সুরক্ষাসহ স্বাধীন বিচারব্যবস্থা কায়েম করা হবে। বাংলাদেশকে উন্নত এবং সমৃদ্ধির মাধ্যমে বিশ্বে একটি উন্নত ও মডেল কল্যাণ রাষ্ট্রে পরিণত করতে সুদ, ঘুষ ও অপচয় বন্ধ করা হবে।

সর্বশেষ খবর