শিরোনাম
মঙ্গলবার, ৯ অক্টোবর, ২০১৮ ০০:০০ টা

ইয়াবার দুর্নাম মুছতে চাইলেন এমপি বদি

টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি

কক্সবাজার-৪ আসনের সংসদ সদস্য আবদুর রহমান বদি এবার সীমান্তে ইয়াবার দুর্নাম মুছতে চাইলেন। তিনি ইয়াবা বন্ধে সংশ্লিষ্ট প্রশাসনকে সহযোগিতা করতে সবার প্রতি অনুরোধও জানিয়েছেন। গতকাল দুপুরে টেকনাফ সরকারি কলেজ প্রাঙ্গণে অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) শেখ জয়নাল আবেদীনের সভাপতিত্বে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে আলোচিত এমপি বদি চ্যালেঞ্জ দিয়ে জানান, ইয়াবা ব্যবসার সঙ্গে তার নিজের সংশ্লিষ্টতা কেউ প্রমাণ করতে পারলে তিনি সংসদ সদস্যের পদ থেকে পদত্যাগ করবেন। তিনি বলেন, ‘কিছু পত্রিকা ইয়াবার দুর্নাম আমার পরিবারের    ওপর চাপিয়ে দিচ্ছে। একটি মহল রাজনৈতিকভাবে বদনাম করতে ষড়যন্ত্র করছে, যা এলাকার সাধারণ জনগণ কখনো বাস্তবায়ন হতে দেবে না। এলাকার গরিব দুঃখী মেহনতি মানুষের সেবা করাই আমার একমাত্র লক্ষ্য।’ সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন টেকনাফস্থ ২ ব্যাটালিয়ন অধিনায়ক লে. কর্নেল মো. আছাদুদ-জামান চৌধুরী, টেকনাফ উপজেলা পরিষদ চেয়ারম্যান জাফর আহমদ, সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা পরিষদ সদস্য শফিক মিয়া, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) প্রণয় চাকমা, টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রনজিত কুমার বড়ুয়া।

 

সর্বশেষ খবর