শিরোনাম
মঙ্গলবার, ৯ অক্টোবর, ২০১৮ ০০:০০ টা

ডিএসইর প্রধান সূচকে বসুন্ধরা পেপার

নিজস্ব প্রতিবেদক

ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্সে অন্তর্ভুক্ত হয়েছে বসুন্ধরা পেপার মিলস লিমিটেড। যা আগামী ২১ অক্টোবর থেকে কার্যকর হবে। গতকাল ডিএসই কর্তৃপক্ষ অন্তর্ভুক্তির সিদ্ধান্ত নিয়েছে। গত ২ জুলাই ডিএসইর লেনদেনে তালিকাভুক্ত হয় বসুন্ধরা পেপার। ডিএসইএক্সে অন্তর্ভুক্তির      বিষয়টি ইতিবাচক হিসেবে দেখেন বিনিয়োগকারীরা। জানা গেছে, ডিএসই কর্তৃপক্ষ প্রতি প্রান্তিকে ডিএসইএক্স সমন্বয় করে। এক্ষেত্রে সাধারণত নতুন কোম্পানিগুলো ডিএসইর প্রধান সূচকে অন্তর্ভুক্ত হয়। এবারের সমন্বয়ে শর্ত পরিপালনের মাধ্যমে এই সূচকে অন্তর্ভুক্ত হয়েছে বসুন্ধরা পেপার। শেয়ারবাজার পর্যালোচনা : সূচকের উত্থানে শেষ হয়েছে শেয়ারবাজারের লেনদেন। গতকাল উভয় শেয়ারবাজারের সব সূচক বেড়েছে। একই সঙ্গে বেড়েছে হাতবদল হওয়া বেশির ভাগ প্রতিষ্ঠানের শেয়ার দর। ডিএসইতে লেনদেন আগের দিনের চেয়ে কমেছে। তবে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) লেনদেন বেড়েছে। ডিএসইতে ৮০১ কোটি ৪২ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। যা আগের দিনের চেয়ে ৪৩ কোটি টাকা কম।

আগের দিন ডিএসইতে লেনদেন হয়েছিল ৮৪৪ কোটি টাকার। এদিন ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৩০ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৫৪৪০ পয়েন্টে। অপর সূচকগুলোর মধ্যে শরিয়াহ সূচক ৭ ও ডিএসই-৩০ সূচক ৭ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে যথাক্রমে ১২৬৪ ও ১৯৯০ পয়েন্টে। এদিকে ডিএসইতে লেনদেন হওয়া ৩৩৯টি কোম্পানির মধ্যে ১৭০টির দাম বেড়েছে। অন্যদিকে দাম কমেছে ১১২টির এবং অপরিবর্তিত রয়েছে ৫৭টি বা ১৬.৮১ শতাংশ কোম্পানির। সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ৭৭ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৬ হাজার ৭৭৩ পয়েন্টে। হাত বদল হওয়া ২৪৩টি প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার দর বেড়েছে ১২০টির, কমেছে ৯৩টি এবং অপরিবর্তিত রয়েছে ৩০টির দর। সিএসইতে মোট ৩৫ কোটি ৮৩ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

 

সর্বশেষ খবর