শিরোনাম
মঙ্গলবার, ৯ অক্টোবর, ২০১৮ ০০:০০ টা

জালিয়াতি করতে এসে আটক দুই ছাত্রলীগ নেতা

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ২০১৮-১৯ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) ১ম বর্ষের ভর্তি পরীক্ষায় জালিয়াতির চেষ্টাকালে দুই জালিয়াতকে আটক করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আটককৃত দুজনই রাজধানীর জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ছাত্র এবং ছাত্রলীগের রাজনীতির সঙ্গে জড়িত। গতকাল ভর্তি পরীক্ষার ষষ্ঠ দিনে কলা ও মানবিক অনুষদের ভর্তি পরীক্ষার পূর্বে তাদের আটক করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের হাতে তুলে দেয় জাবি শাখা ছাত্রলীগের কতিপয় নেতা-কর্মী। আটককৃতরা  হলো— জবির পদার্থবিজ্ঞান বিভাগের ১ম বর্ষের শিক্ষার্থী সাকিব উল সাদাত। তিনি জবি শাখা ছাত্রলীগের কর্মী। অপরজন জবির রাষ্ট্রবিজ্ঞান বিভাগের ৪র্থ বর্ষের শিক্ষার্থী আশিক ই আতাহার মেজবাহ। মেজবাহ ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রলীগের সাবেক উপ-দফতর সম্পাদক। এই দুজনের সঙ্গে আনোয়ার হোসেন নামে আরও একজনকে আটক করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের হাতে তুলে দেয় জাবি ছাত্রলীগের নেতা-কর্মীরা।

জালিয়াতরা যে গাড়িটিতে করে জাবিতে আসেন আনোয়ার সেই গাড়ির চালক। তবে নিজেকে উবারের গাড়িচালক পরিচয় দিয়েছেন।

 

সর্বশেষ খবর