শিরোনাম
সোমবার, ১৫ অক্টোবর, ২০১৮ ০০:০০ টা
এক নারী গ্রেফতার

চুরি যাওয়া সেই শিশু উদ্ধার

নিজস্ব প্রতিবেদক, রংপুর

রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের (রমেক) শিশু ওয়ার্ড থেকে চুরি যাওয়া সেই নবজাতককে চারদিন পর উদ্ধার করেছে পুলিশ। গতকাল দুপুরে হাসপাতাল ক্যাম্পাসে পরমাণু চিকিৎসা কেন্দ্র সংলগ্ন একটি পরিত্যক্ত ভবন থেকে শিশুটিকে উদ্ধার করা হয়। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে ইয়াসমীন সুলতানা মুন্নী (৩২) নামে এক নারীকে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল বিকালে রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার মুহাম্মদ আবদুল আলীম মাহমুদ তার কার্যালয়ে প্রেস ব্রিফিং করে বিষয়টি সাংবাদিকদের জানান। মুন্নী লালমনিরহাটের আদিতমারী উপজেলার ভেলাবাড়ি কালিরহাট গ্রামের ফারুক মিয়ার স্ত্রী।

পুলিশ কমিশনার বলেন, হাসপাতালের সিসি টিভির ফুটেজ দেখে এবং কয়েকজন কর্মচারীকে আটকের পর জিজ্ঞাসাবাদে চুরির তথ্য বেরিয়ে আসে। সে তথ্য অনুযায়ী দুপুরে মুন্নীকে গ্রেফতার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে মুন্নী ওই নবজাতককে লালন-পালনের উদ্দেশে চুরি করেছিলেন বলে স্বীকার করেছেন। তবে লালন-পালন নাকি চুরি করে বিক্রির উদ্দেশ্য ছিল এবং এর সঙ্গে কোনো চক্র জড়িত আছে কিনা তা জানতে মুন্নীকে রিমান্ডে নিয়ে ব্যাপক জিজ্ঞাসাবাদ করা হবে। পরে শিশুটিকে তার বাবা-মায়ের কাছে দেওয়া হয়।

সর্বশেষ খবর