বুধবার, ১৭ অক্টোবর, ২০১৮ ০০:০০ টা

গুপ্তধনের আশায় পুকুরে ডুবে মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, রংপুর

রংপুরের মিঠাপুকুর উপজেলায় পুকুরে গুপ্তধন খুঁজতে গিয়ে ডুবে মোছাব্বিরা বেগম (৪৬) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। সোমবার রাতে উপজেলার কাফ্রিখাল ইউনিয়নের মোকররমপুর গ্রামে এ ঘটনা ঘটে। গতকাল সকালে মোছাব্বিরার লাশ ভেসে ওঠে। তিনি ওই এলাকার কাঠমিস্ত্রি সোহরাব হোসেনের স্ত্রী। এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা গেছে, মোছাব্বিরা বেগম প্রায় প্রতি রাতেই বাড়ির পাশের পুকুর পাড়ে যেতেন। দীর্ঘ সময় সেখানে থাকার পর ফিরে আসতেন। রাতে ওই পুকুরের পানিতে বিভিন্ন ধরনের মূল্যবান বস্তু ভাসতে দেখতেন মোছাব্বিরা। ওই পুকুরে নাকি প্রচুর গুপ্তধন রয়েছে এবং সেগুলো তিনিই পাবেন—এমন বিশ্বাস ছিল তার। সোমবার মধ্যরাতে একাই ওই পুকুর পাড়ে গিয়ে আর ফিরে আসেননি। গতকাল সকালে পুকুরে ভাসমান অবস্থায় তার লাশ দেখা যায়। মোছাব্বিরার স্বামী সোহরাব হোসেন জানান, বিষয়টি আমাকে জানানোর পর প্রথমে বাধা দিয়েছিলাম। কিন্তু কান্নাকাটি করার কারণে রাতে পুকুর পাড়ে যাওয়া নিয়ে তাকে আর বাধা দেওয়া হয়নি।  মিঠাপুকুর থানার ওসি আশিকুর রহমান বলেন, রাতে পুকুরে গোসল করতে নেমে ওই নারী হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যেতে পারেন বলে ধারণা করা হচ্ছে। তবে ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়ার পর কীভাবে মৃত্যু হয়েছে তা জানা যাবে। মোছাব্বিরার স্বামী ও বাবার কোনো অভিযোগ না থাকায় একটি ইউডি মামলা হয়েছে। ময়নাতদন্তের পর লাশ স্বজনের কাছে হস্তান্তর করা হয়েছে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর