বুধবার, ১৭ অক্টোবর, ২০১৮ ০০:০০ টা

দলছুটদের ঐক্যে কাজ হবে না : তোফায়েল

নিজস্ব প্রতিবেদক

বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন, দলছুট ব্যক্তিদের ঐক্য যত দফাই দিক কাজ হবে না। আগামী জাতীয় নির্বাচনের জন্য তারা ঐক্য করেছেন, অনেক দাবি-দাওয়া করছেন, এতে লাভ হবে না। ঢাকায় কৃষি মন্ত্রণালয় আয়োজিত তিন দিনব্যাপী খাদ্য মেলার উদ্বোধন করে বিশ্ব খাদ্য দিবস-২০১৮ উদযাপন উপলক্ষে ফার্মগেটে কৃষিবিদ ইনস্টিটিউট মিলনায়তনে ‘কর্ম গড়ে ভবিষ্যৎ, কর্মই গড়বে ২০৩০-এ ক্ষুধামুক্ত বিশ্ব’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন তিনি। বাণিজ্যমন্ত্রী বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচন হবে দেশের সংবিধান মোতাবেক। বর্তমান সরকারের অধীনে নির্বাচন কমিশন নির্বাচন করবে। আমরা আশা করি, দেশের সব দলের অংশগ্রহণে এ নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচন হবে অংশগ্রহণ মূলক ও নিরপেক্ষ। তোফায়েল আহমেদ বলেন, খুনিদের দলের সঙ্গে যারা ঐক্য করে, তারা দেশের উন্নতি করতে পারে না।

 সরকারের ধারাবাহিকতা থাকলে দেশের উন্নতি হয়, তা আজ প্রমাণিত। আগামী জাতীয় নির্বাচনে আওয়ামী লীগকে দেশের মানুষ নির্বাচিত করলে বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে সরকার দেশকে অনেক উঁচুতে নিয়ে যাবে। অনুষ্ঠানে কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী, পরিকল্পনা কমিশনের সদস্য (সিনিয়র সচিব) শামসুল আলম, এফএও-এর বাংলাদেশ প্রতিনিধি রবার্ট ডি. সিম্পসন, ঢাকা পুষ্টি ও খাদ্য বিজ্ঞান ইনস্টিটিউটের অধ্যাপক নাজমা শাহীন প্রমুখ বক্তব্য রাখেন।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর