শনিবার, ২০ অক্টোবর, ২০১৮ ০০:০০ টা

আমি আত্মতৃপ্ত আনন্দিত : অর্থমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, সিলেট

আমি আত্মতৃপ্ত আনন্দিত : অর্থমন্ত্রী

অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেছেন, বাংলাদেশে চারদিকে এক সময় দারিদ্র্যপীড়িত মানুষের হাহাকার, আর্তনাদ  দেখে কষ্ট পেতাম। স্বপ্ন ছিল সুযোগ পেলে মানুষের ভাগ্যোন্নয়নে কাজ করব। আমার সেই ইচ্ছা পূরণ হয়েছে অবসরকালে রাজনীতিতে সক্রিয় হয়ে সরকারের একটি গুরুত্বপূর্ণ পদে কাজ করার সুবাদে।  এ জন্য আমি আত্মতৃপ্ত এবং আনন্দিত। গতকাল সকালে   সিলেট সদর উপজেলা পরিষদে আয়োজিত একটি বাড়ি একটি খামার প্রকল্প ও পল্লী সঞ্চয় ব্যাংকের সদস্য সমাবেশে এসব কথা বলেন অর্থমন্ত্রী। এর আগে তিনি সদর উপজেলার ৫টি উন্নয়ন প্রকল্প উদ্বোধন ও ৭টি প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। দেশে বর্তমানে বিদ্যুতের সংকট নেই বলে মন্তব্য করেছেন অর্থমন্ত্রী। তিনি বলেছেন, ‘বর্তমান সরকারের শুরু থেকেই বিদ্যুৎ নিয়ে অনেক বেশি চিন্তাভাবনা ছিল। এ নিয়ে সরকার বেশি কাজ করেছে। আমরা শতভাগ সফল হয়েছি। বিদ্যুতের উৎপাদন ছয়গুণ বৃদ্ধি পেয়েছে। পুরো দেশ বিদ্যুতের আলোয় ঝলমল করছে।’ অর্থমন্ত্রী বলেন, ‘১৯৯১ সালে বাংলাদেশে দারিদ্র্যের হার ছিল ৫৮ শতাংশ। বর্তমান সরকারের বিভিন্ন উদ্যোগের ফলে তা এখন ২২.৩ শতাংশে নেমে এসেছে। আগামী পাঁচ বছর সরকারের ধারাবাহিকতা অব্যাহত থাকলে সেটা ১০ শতাংশে নেমে আসবে।’ সিলেট সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সিরাজাম মুনিরার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাতিসংঘে বাংলাদেশের সাবেক স্থায়ী প্রতিনিধি ড. এ কে আবদুল মোমেন, একটি বাড়ি একটি খামার প্রকল্প পরিচালক ও পল্লী সঞ্চয় ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক আকবর হোসেন, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আশফাক আহমদ প্রমুখ।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর