শনিবার, ২০ অক্টোবর, ২০১৮ ০০:০০ টা

মহেশখালীতে আত্মসমর্পণ করবে আজ জলদস্যুরা

কক্সবাজার প্রতিনিধি

র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)’র অপারেশনে অস্তিত্ব বিলীন হতে চলা জলদস্যুরা শেষ পর্যন্ত আত্মসমর্পণের সিদ্ধান্ত নিয়েছে। আজ ২০ অক্টোবর আত্মসমর্পণ করবে মহেশখালীর জলদস্যুরা। মহেশখালীর  ৪০ থেকে ৫০ জন জলদস্যুর আত্মসমর্পণের সম্ভাবনা রয়েছে। অস্ত্রের পাশাপাশি জলদস্যুদের কাছে থাকা বিপুল সংখ্যক গুলিও হস্তান্তর করা হতে পারে। জলদস্যুদের আত্মসমর্পণ উপলক্ষে মহেশখালীতে আয়োজন করা হচ্ছে অনুষ্ঠানের। মহেশখালীর আদর্শ স্কুল মাঠে হবে এই অনুষ্ঠান। আত্মসমর্পণ অনুষ্ঠানে যোগ দিতে মহেশখালী আসছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। র‌্যাব মহাপরিচালক বেনজীর আহমেদও আসবেন তার সঙ্গে। মুঠোফোনে র‌্যাব-৭ কক্সবাজারের ইনচার্জ মেজর মেহেদি হাসান জলদস্যুদের আত্মসমর্পণের বিষয়টি নিশ্চিত করেছেন।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর