শিরোনাম
রবিবার, ২১ অক্টোবর, ২০১৮ ০০:০০ টা
কর্মবিরতিতে যাত্রী ভোগান্তি

দাবি না মানলে ধর্মঘটের ঘোষণা শ্রমিকদের

নিজস্ব প্রতিবেদক, সিলেট

সড়ক পরিবহন আইন-২০১৮ এর সংস্কার ও শ্রমিক স্বার্থ পরিপন্থী ধারা বাতিলের দাবিতে সিলেটে আট ঘণ্টা কর্মবিরতি পালন ও সমাবেশ করেছে পরিবহন শ্রমিকরা। বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন সিলেট বিভাগীয় কমিটির পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী গতকাল সকাল ৬টা থেকে বেলা ২টা পর্যন্ত সিলেট কেন্দ্রীয় বাস টার্মিনাল থেকে কোনো বাস ছেড়ে যায়নি। এতে ভোগান্তিতে পড়েন যাত্রীরা। ৮ দফা দাবি না মানলে আগামী ২৮ ও ২৯ অক্টোবর সিলেটে পরিবহন ধর্মঘট পালনেরও ঘোষণা দিয়েছে শ্রমিকরা। পূর্বঘোষণা অনুযায়ী গতকাল সকাল ৬টা থেকে সিলেট বিভাগের সব সড়কে যান চলাচল বন্ধ করে দেন পরিবহন শ্রমিকরা। পাশাপাশি বিভিন্ন স্থানে যান চলাচলে প্রতিবন্ধকতাও সৃষ্টি করেন তারা। দুপুর ১২টায় কেন্দ্রীয় বাস টার্মিনালে সমাবেশ করেন শ্রমিকরা।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর