রবিবার, ২১ অক্টোবর, ২০১৮ ০০:০০ টা

ভুয়া সাংবাদিক শিমুল ও শয়ন কারাগারে

নিজস্ব প্রতিবেদক

ভুয়া সাংবাদিক শিমুল ও শয়ন কারাগারে

বাংলাদেশ প্রতিদিনের সাংবাদিক পরিচয়ে প্রতারণা করার অভিযোগে গ্রেফতার শিমুল ও শয়ন নামের দুই ভুয়া সাংবাদিককে কারাগারে পাঠিয়েছে আদালত। গতকাল শুনানি শেষে ঢাকা মহানগর হাকিম কনক বড়ুয়া আসামিদের কারাগারে পাঠানোর আদেশ দেন। এর আগে ওই দুই ভুয়া সাংবাদিককে একদিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করে পুলিশ। রিমান্ড শেষে মিরপুর থানা পুলিশ আসামিদের আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করে। আগামীকাল জামিন আবেদনের ওপরে শুনানির দিন ধার্য হয়েছে। আদালত সূত্র জানায়, শিমুল ও শয়নসহ অজ্ঞাত আরও ৭/৮ ব্যক্তি বহুল প্রচারিত বাংলাদেশ প্রতিদিন পত্রিকার ভিজিটিং কার্ড ও আইডি কার্ড তৈরি করে নিজেদের এই পত্রিকার সাংবাদিক পরিচয় দেয়। এ ছাড়া তারা বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা ও কর্মচারীদের হুমকি দিয়ে প্রতারণার মাধ্যমে বিপুল পরিমাণ অর্থ আত্মসাৎ করে। এরই ধারাবাহিকতায় গত ১০ অক্টোবর সকালে মিরপুর থানা এলাকার জনৈক করিম মিয়ার কাছ থেকে তারা পাঁচ লাখ টাকা হাতিয়ে নেয়। এ ঘটনায় করিম মিয়া বাংলাদেশ প্রতিদিন কার্যালয়ে এসে কর্তৃপক্ষের কাছে অভিযোগ করেন। পরে পত্রিকাটির পক্ষ থেকে মিরপুর থানায় মামলা করা হয়।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর