শুক্রবার, ২৬ অক্টোবর, ২০১৮ ০০:০০ টা

রাজনীতিতে রমরমা খুলনা

ইসিকে স্মারকলিপি বিএনপির ♦ আওয়ামী লীগে বড় শোডাউন

নিজস্ব প্রতিবেদক, খুলনা

রাজনীতিতে রমরমা খুলনা

আগামী সংসদ নির্বাচনে ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) পদ্ধতিতে ভোট বাতিল চেয়ে গতকাল নির্বাচন কমিশনকে স্মারকলিপি দিয়েছে খুলনা বিএনপি। একই সঙ্গে নির্বাচনের সুষ্ঠু পরিবেশ তৈরি ও নেতা-কর্মীদের হয়রানি বন্ধের দাবি জানানো হয়েছে। অপরদিকে খুলনায় তৃণমূলের রাজনীতিতে বঙ্গবন্ধুর ভ্রাতুষ্পুত্র শেখ সালাউদ্দিন জুয়েলকে স্বাগত জানিয়ে বড় শোডাউন করেছে আওয়ামী লীগ। দুপুরে মহানগর আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের বিপুল সংখ্যক নেতা-কর্মী এতে অংশ নেয়। এ সময় তারা নৌকা প্রতীকে ভোট চেয়ে সরকারের ধারাবাহিকতা বজায় রাখার আহ্বান জানান। জানা যায়, নির্বাচন কমিশন আগামীকাল শনিবার খুলনায় প্রথমবারের মতো ইভিএম প্রদর্শনীর আয়োজন করেছে। এতে প্রধান নির্বাচন কমিশনার কে এম নূরুল হুদা উপস্থিত থাকবেন। তবে এই প্রদর্শনীকে বর্জন করে বিএনপি তিন দফা দাবি জানিয়ে আঞ্চলিক নির্বাচন কর্মকর্তাকে স্মারকলিপি দিয়েছে। মহানগর বিএনপির সভাপতি নজরুল ইসলাম মঞ্জু বলেন, একটি দল সরকারি খরচে নির্বাচনী প্রচারণা চালাচ্ছে। অন্যদিকে বিএনপি কর্মীরা পুলিশের ভয়ে পালিয়ে বেড়াচ্ছে। নির্বাচন কমিশনকে সবার আগে ভোটের সুষ্ঠু পরিবেশ তৈরি করতে হবে। এদিকে নির্বাচন কর্মকর্তাকে স্মারকলিপি দিতে গেলে পুলিশি বাধার মুখে পড়ে বিএনপি। নগর বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক অধ্যক্ষ তারিকুল ইসলাম বলেন, পুলিশ কোনো কারণ ছাড়াই বিএনপিকে বাধা দিয়েছে। আমরা সংসদ নির্বাচনে ইভিএম বাতিল ও খুলনায় ইভিএম প্রদর্শনী বর্জনের কথা জানাতে নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে গিয়েছিলাম। অপরদিকে সংসদ নির্বাচন উপলক্ষে খুলনায় আওয়ামী লীগ আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচারণা শুরু করেছে বলে জানান সদর থানা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট সাইফুল ইসলাম। তিনি বলেন, ‘খুলনা-২ আসনে আওয়ামী লীগের সম্ভাব্য প্রার্থী হিসেবে শেখ সালাউদ্দিন জুয়েলকে স্বাগত জানিয়ে নেতা-কর্মীরা বিশাল শোডাউন করেছেন।’ মহানগর আওয়ামী লীগের দফতর সম্পাদক মাহবুব আলম সোহাগ জানান, ‘খুলনাসহ দক্ষিণাঞ্চলের রাজনীতিতে এই পরিবারটির অবদান অনেক বেশি। এ কারণে নির্বাচন উপলক্ষে দলের নেতা-কর্মীরা শেখ সালাউদ্দিন জুয়েলকে স্বাগত জানিয়ে শোডাউন করেছে। একই সময়ে নৌকা প্রতীকে ভোট চেয়ে সরকারের ধারাবাহিকতা বজায় রাখার আহ্বান জানানো হয়েছে।’ উল্লেখ্য, খুলনা-২ আসনের সম্ভাব্য প্রার্থী হিসেবে বর্তমান সংসদ সদস্য ও নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মিজানুর রহমানও নির্বাচনী প্রচারণায় রয়েছেন।

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর