শিরোনাম
শুক্রবার, ২৬ অক্টোবর, ২০১৮ ০০:০০ টা

এক কারখানায় সব ব্র্যান্ডের বৈদ্যুতিক পাখা তৈরি!

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

তিন তলা ভবন। কারখানা একটি। কিন্তু এই একটি কারখানায় তৈরি হচ্ছে নামি-দামি বিখ্যাত ব্র্যান্ডের বৈদ্যুতিক পাখা! তৈরি হচ্ছে ‘জিইসি’, ‘স্টার’, ‘শাহপরান’, ‘কেআরবি’সহ ইত্যাদি ব্রান্ডের নকল বৈদ্যুতিক পাখা। অথচ তার বিএসটিআই (বাংলাদেশ স্ট্যান্ডার্ড অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন) এর কোনো মান সনদ কিংবা বৈধ কোনো কাগজপত্র নেই।

এমনই এক নকল পাখা তৈরির কারখানার সন্ধান মিলেছে উপজেলা নির্বাহী কর্মকর্তার অভিযানে। গতকাল দুপুরে চট্টগ্রামের হাটহাজারী উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ রুহুল আমিন উপজেলার মধ্যম কুয়াইশ এলাকার একটি বাড়িতে অভিযান চালান। এ সময় কারখানার মালিককে গ্রেফতার, ২ লাখ টাকা জরিমানা ও নকল পাখা তৈরির উপকরণ জব্দ করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ রুহুল আমীন বলেন, ‘স্থানীয় আবদুল জলিলের ছেলে মো. আকতার হোসেন তিন তলা বাড়ির নিচতলায় সপরিবারে থাকেন। আড়াই বছর ধরে দোতলা ও তিনতলায় বৈদ্যুতিক পাখা তৈরির নকল কারখানা বসিয়ে ব্যবসা করছেন। এখানে বিভিন্ন ব্র্যান্ডের পাখা নকল করে সুদৃশ্য কার্টনে ভরে পাইকারি বাজারে সরবরাহ করা হয়।’

সর্বশেষ খবর