শিরোনাম
শুক্রবার, ২৬ অক্টোবর, ২০১৮ ০০:০০ টা

পরিচ্ছন্ন নগর গড়তে গুচ্ছ পরিকল্পনা বাস্তবায়ন করছে চসিক

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) মেয়র আ জ ম নাছির উদ্দীন বলেছেন, নিরাপদ, পরিষ্কার-পরিচ্ছন্ন এবং পরিবেশবান্ধব নগর গড়তে গুচ্ছ উন্নয়নমূলক পরিকল্পনা বাস্তবায়ন করছে চট্টগ্রাম সিটি করপোরেশন। ইতিমধ্যে নগরবাসীর মধ্যে সচেতনতামূলক ২০ লাখ লিফলেট বিতরণ, নিয়মিত মাইকিং ও বিজ্ঞাপন প্রচার করেছে। নগর পরিচ্ছন্নতায় ১ হাজার ৮০০ জন অতিরিক্ত শ্রমিক নিয়োগ দিয়েছে। পরিচ্ছন্ন কর্মীর জন্য চসিক বছরে ২৪ কোটি টাকা ব্যয় করছে। এসবের সঙ্গে প্রয়োজন নগরবাসীর সচেতনতা।  গতকাল সকালে একটি নাগরিক অনুষ্ঠানে শিক্ষার্থীদের মধ্যে পরিচ্ছন্নতা ও নিরাপদ সড়ক বিষয়ে সচেতনতামূলক সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। নাসিরাবাদ সাইডার ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজে চৌধুরী ফরিদের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ কমিশনার আমেনা বেগম, নিরাপদ সড়ক চাই চট্টগ্রামের সভাপতি এস এম আবু তৈয়ব, সাইডার ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজের চেয়ারম্যান নাদের খান, বিআরটিএ’র সহকারী পরিচালক সফিকুল ইসলাম, সাইডার ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজের প্রিন্সিপ্যাল গণেষচন্দ্র ত্রিপাটি।

সর্বশেষ খবর