শিরোনাম
শুক্রবার, ২৬ অক্টোবর, ২০১৮ ০০:০০ টা

স্বস্তি নেই ক্রেতাদের মনে

নিজস্ব প্রতিবেদক

স্বস্তি নেই ক্রেতাদের মনে

বাজারে সবজি পর্যাপ্ত। মাছও পর্যাপ্ত। তবু স্বস্তি নেই ক্রেতাদের মনে। সপ্তাহের ব্যবধানে ১০ থেকে ২০ টাকা পর্যন্ত দাম বেড়েছে প্রায় সব ধরনের সবজির। স্বস্তি নেই চালের বাজারেও। মিনিকেট প্রতি কেজিতে বেড়েছে ৫ টাকা। অন্যদিকে বাড়তি দামেই বিক্রি হচ্ছে মাছ, মুরগি ও ডিম। ক্রেতারা অভিযোগ করেন, বাজার নিয়ন্ত্রণে বা তদারকিতে সরকারি কোনো উদ্যোগ কাজে আসছে না। গতকাল রাজধানীর রামপুরা কাঁচাবাজার ঘুরে দেখা যায়, সবচেয়ে বেশি বেড়েছে গাজর ও টমেটোর দাম। শীতের সবজি ফুলকপি প্রতি পিস ৫০ টাকা, শিমের কেজি ১০০, টমেটো ১০০, বাঁধাকপি ৪০ থেকে ৫০, গাজর ১০০, বরবটি ৮০ টাকা দরে বিক্রি হচ্ছে। এ ছাড়া করলা ৫০-৬০, বেগুন ৫০, মুলা ৪০, কাঁকরোল, পটোল, ঢেঁড়স, ঝিঙা ও চিচিঙ্গা বিক্রি হচ্ছে ৪০ থেকে ৬০ টাকা কেজি। বাজারে পর্যাপ্ত সবজি থাকলেও বাড়তি দাম কেন— এ বিষয়ে খুচরা সবজি বিক্রেতা বাচ্চু মিয়া বলেন, ‘কাঁচামালের বাজার বোঝা যাবে না। গতকাল (বুধবার) গাজর বিক্রি করেছি ৮০ টাকা কেজি। আজ তুলনামূলক কম মাল বাজারে এসেছে, তাই দাম একটু বেশি। আবার গত সপ্তাহে নতুন আলু ছিল ১৪০ টাকা। এখন বিক্রি করছি ১২০ টাকা দরে।’ আগামী সপ্তাহে দাম আরও কমবে বলে তিনি মনে করেন।

তবে তার কথার সঙ্গে একমত নন ক্রেতারা। জেলা জজ মীর শফিকুল আলম বাংলাদেশ প্রতিদিনকে বলেন, ‘আমি বাজার করতে পছন্দ করি। বাজার এখন শীতের সব ধরনের সবজিতে ভরপুর। কিন্তু দাম কমছে না। এক হালি লেবুর (ছোট) দাম নিল ৪০ টাকা। কাঁচকলা নিচ্ছে ৩০ টাকা হালি। যে ফুলকপির দাম ৩০ টাকা হওয়া উচিত, তা নিচ্ছে ৫০ টাকা।’ তিনি বলেন, ‘সব বিক্রেতাই একই দাম চাচ্ছেন।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর