বুধবার, ৩১ অক্টোবর, ২০১৮ ০০:০০ টা

ট্রেনের অনবোর্ড যাচ্ছে বেসরকারি খাতে

আন্দোলনের মাঠে রেলওয়ে শ্রমিক নেতারা

সাইদুল ইসলাম, চট্টগ্রাম

ট্রেনের অনবোর্ড সার্ভিস আবারও বেসরকারি খাতে নেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে। কৌশলে লোকবল সংকট দেখিয়ে সরকারকে বেকায়দায় ফেলতে নির্বাচনের বছরে একটি চক্রের কৌশলী ভূমিকায় এসব কাজ হচ্ছে বলে অভিযোগ উঠেছে। সরকারের শেষ সময়ে এসব কাজকে অনৈতিক ও অযৌক্তিক দাবি করে অনবোর্ডসহ নয়টি ইস্যু নিয়ে আন্দোলনের মাঠে নেমেছেন রেলওয়ে শ্রমিক সংগঠনের নেতারা। নানাবিধ যুক্তি তুলে ধরে গতকাল দুপুরে চট্টগ্রামের সিআরবিতে শ্রমিক সংগঠনের বিক্ষোভ সমাবেশ শেষে পূর্বাঞ্চলের জিএম সৈয়দ ফারুক আহমেদকে একটি স্মারকলিপি প্রদান করেন তারা। তা ছাড়া আজ থেকে সারা দেশে রেলের প্রতিটি শাখায় জরুরি বৈঠক হবে। বেসরকারি খাতে অনবোর্ড সার্ভিস ঠেকানোসহ যৌক্তিক কয়েকটি দাবি মেনে না নিলে কঠোর আন্দোলনের কর্মসূচি দেওয়া হবে বলেও জানান রেলওয়ে শ্রমিক লীগের সাধারণ সম্পাদক মো. সিরাজুল ইসলাম। তিনি বাংলাদেশ প্রতিদিনকে বলেন, রেলওয়ের ভাবমূর্তি রক্ষাকারী অনেক জনগুরুত্বপূর্ণ যাত্রীবাহী ট্রেন যেমন- সুবর্ণ, সোনার বাংলা, মহানগর গোধূলি, বিজয় এক্সপ্রেস, মহানগর এক্সপ্রেসহ আন্তনগর মেইল ও এক্সপ্রেস ট্রেন বিভিন্ন সময়ে কৌশলে যাত্রীসেবা খাতকে প্রাইভেট প্রতিষ্ঠানের হাতে ছেড়ে দেওয়া হয়েছে; যা উদ্দেশ্যপ্রণোদিত ও রেল প্রশাসনের চরম ব্যর্থতার পরিচায়ক। বর্তমানে আরও কিছু বেসরকারি খাতে দেওয়ার প্রক্রিয়া চলছে। তাদের নয়টি দাবি মেনে নেওয়া না হলে কঠোর আন্দোলন কর্মসূচির ডাক দেওয়া হবে বলেও জানান তিনি। পূর্বাঞ্চলের মহাব্যবস্থাপক (জিএম) সৈয়দ ফারুক আহমেদ বলেন, বিভিন্ন দাবি তুলে ধরে শ্রমিক সংগঠনের পক্ষ থেকে একটি স্মারকলিপি দেওয়া হয়েছে। এ বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হবে। সবকিছু বিবেচনা করবেন ঊর্ধ্বতন কর্তৃপক্ষ। এখানে আমার করার কিছু নেই।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর