বুধবার, ৩১ অক্টোবর, ২০১৮ ০০:০০ টা

জাতীয় প্রয়োজনে সেনাবাহিনী সর্বোচ্চ ত্যাগ স্বীকারে প্রস্তুত

—সেনাপ্রধান জেনারেল আজিজ

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী

সেনাবাহিনী প্রধান জেনারেল আজিজ আহমেদ বলেছেন, প্রধানমন্ত্রীর ঐকান্তিক প্রচেষ্টায় সেনাবাহিনী সম্প্রসারণের কাজ শুরু হয়েছে। বিভিন্ন সময়ে এই বাহিনীর সদস্যরা প্রাকৃতিক ও মানবসৃষ্ট দুর্যোগ মোকাবিলায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। বর্তমানে দেশের যোগাযোগ ব্যবস্থার উন্নয়নেও আছে অভূতপূর্ব অবদান। আগামীতেও সেনাবাহিনী জাতীয় যে কোনো প্রয়োজনে সর্বোচ্চ ত্যাগ স্বীকারে প্রস্তুত বলেও জানান তিনি। গতকাল রাজশাহী সেনানিবাসে এক অনুষ্ঠানে বাংলাদেশ ইনফ্যান্ট্রি রেজিমেন্টের ‘পঞ্চম কর্নেল  অব দ্য রেজিমেন্ট’ হিসেবে সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদকে অভিষিক্ত করা হয়। অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। বাংলাদেশ সেনাবাহিনীতে জেনারেল আজিজ আহমেদই প্রথম জেনারেল যিনি একাধারে আলাদা চারটি রেজিমেন্ট/কোরের ‘কর্নেল অব দ্য রেজিমেন্ট নির্বাচিত হয়েছেন।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর