বুধবার, ৩১ অক্টোবর, ২০১৮ ০০:০০ টা

প্রধানমন্ত্রী ময়মনসিংহ যাচ্ছেন ২ নভেম্বর

ময়মনসিংহ প্রতিনিধি

দেশের অষ্টম বিভাগ ময়মনসিংহ। নতুন এ বিভাগের জন্য প্রায় দেড়শ উপহার নিয়ে আগামী ২ নভেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনা আসছেন ময়মনসিংহে। নান্দনিক নগরী গড়ে তোলার জন্য করবেন ৮২টি ভিত্তিপ্রস্তর স্থাপন। সেই সঙ্গে ৬৫টি প্রকল্পের উদ্বোধন করবেন। এসব ভিত্তিপ্রস্তর এবং সমাপ্ত কাজের উদ্বোধন প্রধানমন্ত্রীর উপহার হিসেবে দেখছেন ময়মনসিংহবাসী। ইতিমধ্যে প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে সব প্রস্তুতি সম্পন্ন করেছে বলে বিভাগীয় কমিশনার অফিস সূত্র জানিয়েছে। সেদিন দুপুরে শহীদ রফিক উদ্দিন ভুইয়া স্টেডিয়ামে হেলিকপ্টার নিয়ে অবতরণ করবেন প্রধানমন্ত্রী। এরপরই সার্কিট হাউজ ময়দানের জনসভায় প্রধান অতিথির ভাষণ  দিবেন। এর আগে প্রধানমন্ত্রী বিভিন্ন প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন। জানা যায়, দীর্ঘমেয়াদি পরিকল্পনা নিয়ে নতুন প্রজন্মের জন্য একটি বাসযোগ্য সিটি গড়ার লক্ষ্যে ব্রহ্মপুত্র নদের ওপাড়ে নতুন আধুনিক বিভাগীয় শহর গড়ে তোলা হবে। যেখানে ময়মনসিংহ বিভাগের নতুন বিভাগীয় শহর, বিভাগীয় কমিশনার কার্যালয়, রেঞ্জ ডিআইজির কার্যালয়, বিভাগীয় সার্কিট হাউস, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, আন্তর্জাতিকমানের বঙ্গবন্ধু নভো থিয়েটার, ব্রহ্মপুত্র নদের ওপারে নতুন শহর রক্ষাবাঁধ, বিভাগীয় স্টেডিয়াম, শহরের কেওয়াটখালিস্থ ব্রহ্মপুত্র নদের ওপর একটি সেতু নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর