বুধবার, ৩১ অক্টোবর, ২০১৮ ০০:০০ টা

গ্রহণযোগ্য নির্বাচন দিতে প্রধানমন্ত্রী বদ্ধপরিকর

— এনামুল হক শামীম

রাঙামাটি প্রতিনিধি

আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এনামুল হক শামীম বলেছেন, ঐক্যফ্রন্ট নেতারা ভেবেছিলেন সংলাপের জন্য চিঠি দিলে প্রধানমন্ত্রী সাড়া দেবেন না। কিন্তু তাদের ডাকে সাড়া দিয়ে রাজনীতিতে সুবাতাসের বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী। সবার অংশগ্রহণে একটি গ্রহণযোগ্য নির্বাচন দিতে প্রধানমন্ত্রী বদ্ধপরিকর। দেশের মানুষ আগামীতেও শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চায়। গতকাল রাঙামাটি ক্ষুদ্র নৃ-গোষ্ঠী ইনস্টিটিউট চত্বরে জেলা ছাত্রলীগের সাবেক নেতাদের পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান  অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন। অনুষ্ঠানের উদ্বোধক ছিলেন পার্বত্য অঞ্চলের সাবেক প্রতিমন্ত্রী দীপংকর তালুকদার। অংশুছাইন চৌধুরীর সভাপতিত্বে বক্তৃতা করেন আওয়ামী লীগের উপপ্রচার সম্পাদক আমিনুল ইসলাম আমিন, ফিরোজা বেগম চিনু এমপি, রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান বৃষকেতু চাকমা, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাজী মোহাম্মদ মুছা মাতব্বর, সাবেক ছাত্রনেতা শাহজাদা মহিউদ্দিন, ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মাহফুজুল হায়দার চৌধুরী রোটন প্রমুখ। সাবেক পার্বত্য প্রতিমন্ত্রী ও রাঙামাটি জেলা আওয়ামী লীগের সভাপতি দীপংকর তালুকদার বলেন, অবৈধ অস্ত্রের ভয় দেখিয়ে আওয়ামী লীগ নেতা-কর্মীদের আর দুর্বল করা যাবে না। পাহাড়ে বঙ্গবন্ধুর সৈনিকরা ঐক্যবদ্ধ হয়ে নামধারী আঞ্চলিক দলের সশস্ত্র সন্ত্রাসীদের বিরুদ্ধে প্রতিবাদ ও প্রতিরোধ গড়ে তুলেছে। এর আগে রাঙামাটি সরকারি কলেজ চত্বর থেকে বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর