বুধবার, ৩১ অক্টোবর, ২০১৮ ০০:০০ টা

স্পিডব্রেকারের দাবিতে সড়কে শিক্ষার্থীরা

নিজস্ব প্রতিবেদক, সিলেট

সিলেট-তামাবিল সড়কে এমসি কলেজের দুটি ফটকের সামনে স্পিডব্রেকার ও ওভারব্রিজের দাবিতে মানববন্ধন করেছেন কলেজের শিক্ষার্থীরা। গতকাল দুপুরে কলেজের মূল ফটকের সামনে মানববন্ধন করেন তারা। এ সময় প্রায় ঘণ্টাখানেক সড়ক অবরোধ করে রাখেন শিক্ষার্থীরা। পরে সংশ্লিষ্টদের আশ্বাসে তারা অবরোধ প্রত্যাহার করেন। দীর্ঘদিন ধরে শিক্ষার্থীরা এমসি কলেজের ফটকের সামনে স্পিডব্রেকার ও ওভারব্রিজের দাবি জানিয়ে আসছিলেন। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তাতে কর্ণপাত না করায় আন্দোলনে নামেন শিক্ষার্থীরা। গতকাল মানববন্ধন ও অবরোধ চলাকালে শিক্ষার্থীরা ‘আমাদের জীবনের নিরাপত্তার স্বার্থে স্পিডব্রেকার ও ওভারব্রিজ চাই’, ‘নিরাপত্তা চাই’, ‘আমাদের দাবি মানতে হবে’ স্লোগান দেন। মানববন্ধনে কলেজের শিক্ষার্থী, কলেজের মোহনা সাংস্কৃতিক সংগঠন, থিয়েটার মুরারিচাঁদ, মুরারিচাঁদ কবিতা পরিষদ, রোভার স্কাউট, বিএনসিসি, মুরারিচাঁদ মডেল ইউনাইটেড, এমসি কলেজ ট্যুরিস্ট ক্লাব, ডিবেইটিং ক্লাব প্রভৃতি সংগঠন অংশগ্রহণ করে। শিক্ষার্থীদের কর্মসূচি চলাকালে এমসি কলেজের উপাধ্যক্ষ সালেহ আহমদকে সঙ্গে নিয়ে ঘটনাস্থলে আসেন সিলেটের উপবিভাগীয় প্রকৌশলী নুরুল মজিদ চৌধুরী। তিনি শিক্ষার্থীদের দাবি পূরণে কার্যকর ব্যবস্থা গ্রহণ করার আশ্বাস দেন। এরপর কর্মসূচি প্রত্যাহার করেন শিক্ষার্থীরা।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর