বুধবার, ৩১ অক্টোবর, ২০১৮ ০০:০০ টা

৬২ হাজার ইয়াবাসহ গ্রেফতার ১১৭

মাদকবিরোধী অভিযান

নিজস্ব প্রতিবেদক

রাজধানীতে মাদকবিরোধী বিশেষ অভিযানে মাদক সেবন ও বিক্রির অভিযোগে ১১৭ জনকে গ্রেফতার করা হয়েছে। ডিএমপি, র‌্যাব-৩ ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর (ডিএনসি) পৃথকভাবে এ অভিযান চালায়। অভিযানে ৬২ হাজার ১৪২ পিস ইয়াবা ট্যাবলেটসহ বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার করা হয়। ডিএমপির ডিসি (মিডিয়া) মাসুদুর রহমান জানান, সোমবার সকাল ৬টা থেকে গতকাল সকাল ৬টা পর্যন্ত মাদকবিরোধী অভিযানে ৪২ জনকে গ্রেফতার করা হয়েছে। অভিযানে ৫০ হাজার ৬৪২ পিস ইয়াবা, ৯৫৪ গ্রাম ১৩ পুরিয়া হেরোইন, ১ কেজি ৭০০ গ্রাম গাঁজা, ৩ বোতল ফেনসিডিল ও ২৫টি ইনজেকশন উদ্ধার করা হয়। মাদক আইনে তাদের বিরুদ্ধে ২৭টি মামলা হয়েছে। ডিএনসির সহকারী পরিচালক (ঢাকা মেট্রো-দক্ষিণ) সামছুল আলম জানান, সোমবার মাদকবিরোধী অভিযানে ১১ হাজার ৫০০ পিস ইয়াবা ট্যাবলেট, গাঁজা ও রেকটিফাইড স্পিরিটসহ ২৩ জনকে গ্রেফতার করা হয়েছে। এর মধ্যে ১৪ জনের বিরুদ্ধে মাদক আইনে সংশ্লিষ্ট থানায় ৯টি মামলা হয়েছে। এ ছাড়া নয়জনকে বিভিন্ন মেয়াদে সাজা দেন ঢাকা জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট রুনা লায়লা। এদিকে, র‌্যাব-৩-এর অপারেশন্স অফিসার অতিরিক্ত এসপি বীণা রানী দাস জানান, গতকাল সোহরাওয়ার্দী উদ্যানে মাদকবিরোধী অভিযানে ৫২ জনকে গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার করা হয়েছে। পরে মাদক সেবন ও বিক্রির কথা স্বীকার করলে তাদের বিভিন্ন মেয়াদে সাজা দেয়।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর