বুধবার, ৩১ অক্টোবর, ২০১৮ ০০:০০ টা

জাসদসহ সক্রিয় রাজনৈতিক দলকে নিবন্ধন দিতে হবে

নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশ জাতীয় সমাজতান্ত্রিক দলের (বাংলাদেশ জাসদ) সভাপতি শরীফ নুরুল আম্বিয়া বলেছেন, জাসদ প্রতিষ্ঠিত রাজনৈতিক দল। এ দলকে নির্বাচন কমিশন (ইসি) নিবন্ধন দিতে ব্যর্থ হয়েছে বলে আমি মনে করি। তাদের এ আচরণের তীব্র নিন্দা জানাই। জাসদসহ যেসব রাজনৈতিক দল সক্রিয় রয়েছে সবাইকে নিবন্ধন প্রদান করতে হবে। গতকাল বিকালে জাতীয় প্রেস ক্লাব মিলনায়তনে সংগঠনের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভায় এসব কথা বলেন তিনি।

সভাপতির বক্তব্যে তিনি বলেন, নির্বাচন কমিশনের কাজ হলো প্রধানত নির্বাচন পরিচালনা করা। তারা এখন পর্যন্ত একটি বিতর্কমুক্ত নির্বাচন করতে সক্ষম হয়নি। এ ছাড়া নিবন্ধনের  জন্য আবেদন করা সব রাজনৈতিক দলকেও নিবন্ধন দিতে পারেনি। শরীফ নুরুল আম্বিয়া বলেন, আপনাদের দায়িত্বের পরিসীমার মধ্যে সব নির্বাচন অনুষ্ঠানের চেষ্টা করবেন। আমাদের মৌলিক, গণতান্ত্রিক অধিকার সংকুচিত করার অধিকার আপনাদের নেই। এ থেকে আপনারা দূরে থাকবেন। আলোচনা সভায় বাংলাদেশ জাসদের সাধারণ সম্পাদক নাজমুল হক প্রধান, ঐক্য ন্যাপ সভাপতি পঙ্কজ ভট্টাচার্য, গণতান্ত্রিক পার্টির সাধারণ সম্পাদক ড. শাহাদত হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর