বুধবার, ৩১ অক্টোবর, ২০১৮ ০০:০০ টা
সাবধান বাংলাদেশের জের

লাইফওয়েতে হানা গ্রেফতার সাত

নিজস্ব প্রতিবেদক

লাইফওয়েতে হানা গ্রেফতার সাত

বাংলাদেশ প্রতিদিনে সাবধান বাংলাদেশ-এ লাইফওয়ে বাংলাদেশ প্রাইভেট লিমিটেডে (পিভিটি) নিয়োগ প্রতারণা নিয়ে প্রতিবেদন প্রকাশিত হওয়ার পরপরই নড়েচড়ে বসে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) এই প্রতারক চক্রের সাত সদস্যকে গ্রেফতার করেছে। সিআইডি বলছে, ভুয়া এজেন্সি খুলে চাকরির প্রলোভন দেখিয়ে নিরীহ মানুষের সঙ্গে দীর্ঘদিন ধরে প্রতারণা করে আসছে চক্রটি। এর আগেও এই চক্রের চার সদস্যকে গ্রেফতার করা হয়। গতকাল দুপুরে রাজধানীর মালিবাগে সিআইডি সদর  দফতরে এক সংবাদ সম্মেলনে বিশেষ পুলিশ সুপার এনামুল কবির জানান, সোমবার গাজীপুর মহানগরের বাসন থানার আমান্তা এসএইচ টাওয়ারের ৪র্থ তলায় অভিযান চালিয়ে সাত প্রতারককে গ্রেফতার করা হয়। তারা হলেন— ঠাকুরগাঁওয়ের হরিপুরের ইসমাইল হোসেন, পাবনার ঈশ্বরদীর আরিফুল হক পলাশ, সাদ্দাম হোসেন, নাটোরের বড়াইগ্রামের লিটন রনি, আবদুল কাদের, সিরাজগঞ্জের কাজিপুরের আবদুস সালাম ও নেত্রকোনার কলমাকান্দার মাসুদ রানা। এ সময় তাদের কাছ থেকে সিটিসি এলইডি মনিটর ১০টি, রাইস কুকার একটি, একটি ডিনার সেট, সিনিয়র এক্সিকিউটিভ অফিসার মার্কেটিং লেখা একটি ক্রেস্ট, সাপ্তাহিক ইনসেনটিভের তালিকা, সিটি ব্যাংকের বিভিন্ন হিসাব নম্বরের টাকা জমা দানের রশিদ বই, ট্রেনিংয়ে নামের তালিকা সংবলিত খাতা, পূরণকৃত সদস্য ফরম ১০টি, অফিসের টাকা লেনদেনের লেজার খাতা, সিল চারটি ও সিপিইউ একটি জব্দ করা হয়। সিআইডি কর্মকর্তা বলেন, গ্রেফতারকৃতরা সারা দেশে এই প্রতারণার জাল বিস্তার করে আছে। তাদের টার্গেট শিক্ষিত বেকার যুবকরা। তারা চাকরি দেওয়ার নাম করে নিরীহ মানুষকে প্রলোভন দেখিয়ে প্রতারণার ফাঁদে ফেলে। পরে ১৫-২০ দিনের একটা কর্মশালা করায়। এতে ‘উন্নত জীবন কেমন হবে বা কেমন করে গঠন করতে হবে’ এই সম্পর্কে প্রশিক্ষণ দেয়। পরে তাদের প্রত্যেকের কাছ থেকে ৪০ থেকে ৫০ হাজার টাকা গ্রহণ করে। তারা যখন চাকরি দিতে না পেরে ভুক্তভোগীদের চাপের মুখে পড়ত তখন তাদেরকে আরও তিনজন এই কোম্পানিতে অ্যাড করিয়ে দিলে চাকরি হয়ে যাবে বা কমিশন পাবে এমন কথা বলে সদস্য সংগ্রহ করে।

 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর